Shares 2

লিফান মোটরসাইকেল দিচ্ছে ৭০,০০০/- টাকার বাইক ইস্যুরেন্স কাভারেজ !

Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে লিফানের মোটরসাইকেল কিনলেই পাচ্ছেন ১ বছর মেয়াদি ৭০,০০০ টাকা পরিমান ইন্সুরেন্স সুবিধা পাবেন । রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেল এর একমাত্র পরিবেশক । তারা বাইকারদের জন্য নিয়ে এসেছে প্রথম বারের মত দুর্ঘটনা জনিত ইন্স্যুরেন্স সুবিধা ।

lifan motorcycle insurance coverage lifan motorcycle

বাইকারদের কথা মাথায় রেখে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় । বাংলাদেশে প্রথম বারের মত কোন বাইক কোম্পানি এটি শুরু করতে যাচ্ছে । এই ইন্স্যুরেন্স এর সাথে যুক্ত হয়েছে বিমাবিড ডট কম । প্রত্যেকটি বাইকের প্রিমিয়াম জমা দিবে রাসেল ইন্ডাস্ট্রি। প্রথম মালিকের ক্ষেত্রে এই সুবিধা থাকবে । তবে বাইক সেকেন্ড হ্যান্ড কিনবেন তাদের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স সুবিধা থাকবে না । বাইক কেনার পর ডিলার থেকে নিলে ডিলার এর কাছে পর্যাপ্ত ইনফরমেশন সহ রেজিস্ট্রেশন এর জন্য জমা দিতে হবে ক্যাশ মেমো ফটোকপি সহ ।

কভারেজ বিস্তারিতঃ


Type of Accidental Hospitalization/ Emergency TreatmentMaximum benefit amount
Severe Head Injuries50,000
Chest Injuries, broken ribs/internal injuries etc.25,000
Fractures, Dislocation, Scrapes and Cuts12,500
Soft tissue injuries5,000


শর্তাবলীঃ

  • ০১/০১/২০২০ থেকে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরবর্তী কোন ঘোষনা না আসা পর্যন্ত এই অফার চলবে
  • বাইকটি আপনাকে অবশ্যই রাসেল ইন্ডাস্ট্রিজ এর যেকোন অথোরাইজড ডিলারশপ থেকে ক্রয় করতে হবে (ই-কমার্স সাইট সহ) ।
  • দুর্ঘটনায় হাসপাতাল/কোন ধরনের চিকিৎসা বা দুর্ঘটনায় মৃত্যু হলে ইন্স্যুরেন্স শুধু মাত্র মালিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
  • দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল সারানোর জন্য অবশ্যই রাসেল ইন্ডাস্ট্রিজ এর অথোরাইজড সার্ভিস সেটার থেকে নিতে হবে । শুধু ক্ষতিগ্রস্থ পার্টস গুলো এই কভারেজ এর আওতাধীন হবে এবং সেগুলো পরিবর্তন করা যাবে ।
  • বিমার জন্য ক্লেইম করতে হবে বিমাবিডি ডট কম এর ওয়েব সাইটে অথবা কল করতে হবে হট লাইন নাম্বারে +8801892090020 ।
  • সব ক্যাটাগরির জন্য ৩৬৫ দিন এই কাভারেজ প্রযোজ্য হবে ।

ডিলারশপ থেকে রিল/বিমা বিডি সংগ্রহ করে সার্ভারে মাসে দুইবার আপডেট করবে । ৭০,০০০ টাকা ইন্সুরেন্স ৩ ভাগে বিভক্ত । ইনজুরি বা মেডিকেল এর ক্ষেত্রে ৫০,০০০ টাকা । বাইক ডেমেজ এ ১০,০০০ টাকা স্পেয়ার্স এবং লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে ১০,০০০ টাকা । মেডিকেল এর ক্ষেত্রে ৫০,০০০ টাকা ৪ টি ক্যাটাগরিতে নরমাল ইনজুরি(কাটা ছেড়া) তে ৫৫০০ টাকা , মিডিয়াম(ফেকচার/ডিজলোকেট) ১২,৫০০ টাকা , চেস্ট ইনজুরি ২৫,০০০ টাকা এবং সিরিয়াস বা হেড ইনজুরিতে ৫০,০০০ টাকা । ১ বছরে মেডিকেল বাবদ ম্যাক্সিমাম লিমিট ৫০,০০০ টাকা সেটা বছরে ১ বারে অথবা ভেঙে ভেঙে ৫ বারেও প্রয়োজন অনুযায়ী ক্লেইম করা যাবে । লিমিট সর্বোচ্চ ৫০,০০০ টাকা এক বছরে ।

Also read: লিফান বৈশাখী ধামাকা অফার এপ্রিল ২০২০ - রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

lifan kpr165r nbf 2 engine

 একবার চেস্ট ইনজুরি তে ২৫০০০ টাকা নিলে পরবর্তী তে হেড ইনজুরি এর জন্য ৫০,০০০ পাবেন না ২৫,০০০ পাবেন । মেডিক্যাল এ ভর্তি রিপোর্ট আরও আনুসাঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে । মেডিকেল ও লাইফ ইন্স্যুরেন্স উপযুক্ত প্রমাণ মেডিক্যাল পেপার্স সহ ক্লেইম করতে হবে বিমাবিডির ওয়েবসাইটে অথবা তাদের অফিসে । এই দুটো ইনভেস্টিগেশন করবে বিমাবিডি । বাইক ডেমেজ এর কাভারেজ ক্লেইম করবেন রিল সার্ভিস সেন্টারে । রিল সার্ভিস ইনভেস্টিগেশন করে বিমাবিডি থেকে কাভারেজ নিয়ে দিবে । আরও বিস্তারিত এবং সঠিক উত্তর জানতে রাসেল ইন্ডাস্ট্রিজ এর হট লাইন নাম্বারে যোগাযোগ করুন - +8801714-033964। লিফান মোটরসাইকেল বাংলাদেশে তাদের লিফান কেপিআর স্পোর্টস বাইকটির জন্য অনেক বেশি জনপ্রিয় । তার কারন হচ্ছে বাইকটি দাম । এছাড়া লিফান সব সময় বাইকারদের কথা চিন্তা করে নতুন নতুন সব অফার ও ডিস্কাউন্ট দিয়ে থাকে । তবে এবার তারা একদম ভিন্ন রকম একটি আইডিয়া নিয়ে হাজির হয়েছে । আশা করা যাচ্ছে এই ইন্স্যুরেন্স সুবিধা বাংলাদেশের বাইকারদের অনেক বেশি সহায়তা করবে ।

Published by Ashik Mahmud Bangla