Shares 2
লিফান ডিস্কাউন্ট অফার জানুয়ারি ২০১৯
Last updated on 28-Jul-2024 , By Saleh Bangla
লিফান বাংলাদেশে বেশ জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল কোম্পানি । ১৫০ সিসি স্পোর্টস সেগমেন্টে তাদের বেশ জনপ্রিয় বাইক রয়েছে আর তা হল লিফান কেপিআর ১৫০ । সব থেকে মজার বিষয় হল যে এই বাইকটির দাম ২ লাখের নিচে যদিও এটি স্পোর্টস সেগমেন্টের বাইক । আর সেই কারনে বেশির ভাগ বাইকার এই বাইকটি পচ্ছন্দ করে । বর্তমানে লিফান শুধুমাত্র জানুয়ারী মাসের জন্য তাদের বাইকে ডিস্কাউন্ট অফার দিয়েছে ।
ডিস্কাউন্ট অফার টেবিল-
Model | Old price | New Price |
KPR 165 | 219,900 | 210,000 |
KPR 150 (Special Edition) | 190,000 | 185,000 |
V80 Xpress | 77,000 | 70,000 |
Click Here For Lifan KPR165R Review – Complete Test Ride Report
https://www.youtube.com/watch?v=tWYJjJX8lvw লিফান তাদের কেপিআর সিরিজে ডিস্কাউন্ট ছাড় দিয়েছে । কেপিআর ১৬৫ এ তারা ৯৯০০ টাকার মত ডিস্কাউন্ট অফার দিচ্ছে এবং ভি৮০ এক্সপ্রেসে দিচ্ছে ৭০০০ টাকার মত ডিস্কাউন্ট । এছাড়া তারা লিফান কেপিআর ১৫০ এর নতুন কালার লঞ্চ করেছে । এটি হল স্পেশাল এডিশন এবং সব স্পেশাল এডিশন এর দাম হল ১৮৫,০০০ টাকা ।
১৬৫ সিসি সেগমেন্টে লিফান কেপিআর ১৬৫ অন্য ধরনের বাইক যেটি অন্যান্য বাইকারদের বেশ আর্কষিত করেছে । যখন বাইকাররা তাদের ১৫০সিসি ভার্শন এর লিফান পচ্ছন্দ করা শুরু করে তখন তারা তাদের এই চমৎকার বাইকটি লঞ্চ করে । বাইকটিতে দেওয়া আছে ১৬৫সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুয়েড কুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটি প্রায় ১৬.৮ বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ১৭ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম । আপনি যদি আরও জানতে চান তাহলে আমাদের টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন অথবা আপনি আমাদের ভিডিও রিভিউ দেখে আসতে পারেন ।
লিফান কেপিআর ১৫০ স্পোর্টস সেগমেন্টে বেশ জনপ্রিয় একটি বাইক । এই বাইকটি মার্কেটে বেশ বড় ইম্পেক্ট এনেছে কারন বাইকটির স্টাইল এবং বাইকটির দাম এর জন্য । স্পোর্টস বাইক হওয়া সত্বেও বাইকটির দাম ২ লাখের নিচে । স্পোর্টস বাইক এবং দাম তুলনামূলক কম হওয়ার জন্য গত ৩ বছর ধরে বাইকটি আমাদের দেশের রাস্তায় অনায়সে চলতে দেখা যায় । বাইকটির বিষয় আরো জানতে আমাদের টেস্ট রাইড ভিডিও রিভিউ দেখে আসতে পারেন । বর্তমানে লিফান এই বাইকে নতুন কালার এনেছে । লিফান কেপিআর ১৫০ এর কালারগুলো হল ব্ল্যাক এবং রেড ।
ভিক্টর আর ভি৮০ এক্সপ্রেস হল কমিউটার বাইক । বর্তমানে বাংলাদেশের ৮০ সিসি সেগমেন্টে এই বাইকটি দেখতে সব থেকে স্টাইলিশ । বাইকটিতে ৮০সিসি ইঞ্জিন দেওয়া আছে যেটি প্রায় ৫ বিএইচপি এবং ৪.৫ এনএম টর্ক দিতে সক্ষম । আমরা এই বাইকটিও টেস্ট রাইড করে দেখেছি । এই বাইকটি বিষয়ে আরো জানতে আমাদের টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন ।
Also Read: লিফান কেপিআর ১৬৫আর আরআইএল বাংলাদেশে লঞ্চ করবে
এই বছর শুরু হয়েছে নতুন কিছু অফার নিয়ে । প্রতিটি কোম্পানি চেষ্টা করছে তাদের বেস্ট অফার দেওয়ার জন্য । আমরা আশা করছি চাইনিজ কোম্পানি গুলোও খুব শীঘ্রই এই অফার দেওয়ায় অংশগ্রহন করবে ।
T
Published by Saleh Bangla