Shares 2
লিফান এক্সপেক্ট ১৫০ ফিচার রিভিউ – গো এনিহোয়্যার
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), তাদের 2021 প্রডাক্টলাইনে নতুন লিফান এক্সপেক্ট ১৫০ বাইকটি সম্প্রতি যুক্ত করেছে। মোটরসাইকেলটি একদম নতুন একটি ডুয়েলস্পোর্ট মেশিন, যা বেশ আকর্ষণীয় কিছু অফরোড অ্যাডভেঞ্চার ফিচার নিয়ে এসেছে। সুতরাং বাইকটির সার্বিক ফিচার নিয়ে আজ আমরা আলোচনা করবো। চলুন তবে আমাদের আজকের Lifan X-Pect 150 ফিচার রিভিউ – গো এনিহোয়্যার আলোচনায়।
লিফান এক্সপেক্ট ১৫০ ফিচার রিভিউ
লিফান এক্সপেক্ট ১৫০ ফিচার রিভিউ – গো এনিহোয়্যার
লিফান এক্সপেক্ট ১৫০, বাংলাদেশে লিফান প্রডাক্টলাইনে একটি সম্পূর্ণ নতুন সংযোজন। মোটরসাইকেলটি একটি সম্পূর্ণ অফরোড ফিচারযুক্ত ডুয়্যালস্পোর্ট মোটরসাইকেল। এটি যেকান অফরোডের পাশাপাশি স্ট্রিট রাইডিংয়েরও ফিচারযুক্ত। এছাড়াও প্রতিদিনের কমিউটিং ও ট্যুরিংয়ের সুবিধাতো রয়েছেই। ফলে নিত্য চলাচল ও উইকএন্ড অ্যাডভেঞ্চারগুলি এখন নতুন এক্সপেক্ট ১৫০ এর সাথে আরো উপভোগ্য হয়ে উঠতে পারে।
নতুন এক্সপেক্ট লুকের ক্ষেত্রে বহুল পরিচিত হোন্ডা এক্সআর১৫০এল এর ছায়া বলা যেতে পারে। উভয় মোটরসাইকেলেরই লুক ও ডিজাইন অনেকটাই একই ধরনের। তবে যাই হোকনা কেন, এক্সপেক্ট বেশ শার্প বডি-প্রোফাইল নিয়ে এসেছে। এর হেডল্যাম্প অ্যাসেমব্লি বড় একটি ইউনিট যা বেশ এক্সপোজড হেডল্যাম্প এবং পার্কিং-লাইটসহ ডিজাইন করা।
বাইকটির ওডো-কাউন্টার একটি ডিজিটাল-অ্যানালগ কম্বো ইউনিট। এর ডিজিটাল ক্লাস্টারটিতে গিয়ার-ইন্ডিকেটরসহ অন্যন্য প্রয়োজনীয় সব গ্যাজেটই রয়েছে। কেবল এর রেভ-কাউন্টারটিই এনালগ, যা বেশ নান্দনিক একটি ফিচার। এছাড়া এর হ্যান্ডেলবারটি একটি পাইপ-বার যা আপরাইট মোডে বসানো। আর এতে নিয়মিত সব কন্ট্রোল সুইচই বসানো রয়েছে।
বাইকটির ফুয়েলট্যাঙ্কটি একটি মোটাল ট্যাঙ্ক। এর দুপাশে বেশ চমৎকার প্লাস্টিক-মেড সাইড-ফেন্ডার রয়েছে। ফেন্ডারগুলি ফ্রন্ট-হুইলের রাইজড ফেন্ডারের সাথে বেশ সুন্দরভাবেই সিঙ্ক্রোনাইজ করা। আর ঠিক এখান থেকেই মূলত: বাইকটির সত্যিকারের ডুয়্যালস্পোর্ট ইরগনোমিক্সের শুরু।
এরপর বাইকটির সিটটি একটি সিঙ্গেল-পিস সিট, যা বেশ চমৎকার কার্ভ নিয়ে ডিজাইন করা। এটি বেশ চওড়া, কুশনযুক্ত, ভারী গ্র্যাব-রেইল, এবং লাগেজ-ডক সহ ডিজাইন করা। সুতরাং প্রতিদিনের চলাচলে এবং অবশ্যই লং-অ্যাডভেঞ্চারের রাইডে এসব খুব ভালো সাপোর্ট দেবে।
আর অন্যান্য ফিচারে, বাইকটির সাইড-প্যানেলগুলি অন্যান্য অফরোড বাইকের মতোই কিছুটা কমপ্যাক্ট। এর স্পোক-হুইলগুলি রেইজড-ফেন্ডার এবং লং-ট্রাভেল সাসপেনশনযুক্ত। আর এর রেইজড একজষ্ট প্লেসমেন্ট, হাইয়ার গ্রাউন্ড-ক্লিয়ারেন্স সবমিলিয়ে এটি চমৎকার ফিচারের একটি ডুয়্যালস্পোর্ট মোটরসাইকেল।
ফ্রেম, হুইল, ব্রেক, এন্ড সাসপেনশন সিস্টেম
লিফান এক্সপেক্ট ১৫০ একটি সেমি-ডাবল ক্রেডল ফ্রেমে ডিজাইন করা। এর হুইলগুলি স্টিল-রিমযুক্ত স্পোক-হুইল। অফরোড বাইকের মতোই এর টায়ারগুলি টিউব-টাইপ টায়ার। আর সামনের 19" এবং পিছনের 17" হুইলগুলি এখানে স্ট্যান্ডার্ড ডুয়্যাল-পারপাস 50/50 টায়ারযুক্ত। তবে এক্সপেক্ট এ হার্ডকোর অফ-রোডারদের জন্য নব-টায়ার অপশনও রয়েছে।
ব্রেকিং সিস্টেমে, বাইকটির সামনের হুইলে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। ডিস্কটি পেটাল ডিস্ক, আর এর ভেন্টিলেশনও বেশ ভালো। তাই অফরোডের ধুলা-কাদাতে বেশ ভালো সাপোর্ট দেবে। আর এর পেছনের হুইলে রয়েছে নিয়মিত ড্রাম-টাইপ ব্রেক। সুতরাং সাধারন মেইনটেন্যান্স ফিচার বিচারে এটি একটি ব্যালান্সড ফিচার।
বাইকটির সাসপেনশন সিস্টেমে রয়েছে, সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পেছনে রয়েছে মনো সাসপেনশন। পেছনের সাসপেনশনটি সুইং-আর্ম সেন্টার-পয়েন্টে যুক্ত। তবে কিছুটা হতাশার বিষয় হলো এটি লিঙ্কযুক্তও নয়, এমনকি এটি এ্যাডজাস্টেবল টাইপেরও নয়। তবে যাইহোক, বাস্তব রাইডিংয়ে এটি কেমন কাজ করে তাই মূলত: দেখার বিষয়।
রাইডিং, হ্যান্ডলিং, এন্ড কন্ট্রোলিং ফিচার
রাইডিং, হ্যান্ডলিং, এন্ড কন্ট্রোলিং ফিচারে লিফান এক্সপেক্ট ১৫০ বেশ কম্পিটিটিভ-প্যাকড একটি মোটরসাইকেল। এটি পুরোপুরি আপরাইট রাইডিং সেটআপ নিয়ে এসেছে। এতে আপরাইট পাইপ হ্যান্ডেলবার, আপরাইট সিটিং, লার্জ-হুইল, লং-ট্রাভেল সাসপেনশন, আর হাইয়ার গ্রাউন্ড-ক্লিয়ারেন্স রয়েছে। তবে এর স্যাডল-হাইট অন্যান্য অফরোড বাইকের তুলনায় বেশ কিছুটাই কম।
ফলে সবমিলিয়ে মাত্র ১৩০ কেজির ড্রাই-ওয়েট নিয়ে এটি সমান ও রাফ সারফেসে বেশ চমৎকার রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। এছাড়াও ১০ লিটার ফুয়েলট্যাঙ্ক ক্যাপাসিটি, শক্তিশালী হেডল্যাম্প, প্রশস্ত ও লম্বা সিট, লাগেজ-ডক, ইত্যাদি বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুতরাং লং-ট্রিপ বা অ্যাডভেঞ্চার রাইডে এমনকি প্রতিদিনের চলাচলের ক্ষেত্রেও এটি চমৎকার সমন্বিত একটি প্যাকেজ বলা যায়।
লিফান এক্সপেক্ট ১৫০ ফিচার রিভিউ – ইঞ্জিন ফিচার
লিফান এক্সপেক্ট ১৫০ তে রয়েছে একটি শক্তিশালী 150 সিসি ইঞ্জিন। এটি একটি ভার্টিক্যাল-এ্যালাইনড সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, পাওয়ার পুশ-রড ইঞ্জিন। এই 2-ভালভ ইঞ্জিনটি কার্বুরেটর ফুয়েল ফিডিং ফিচারযুক্ত। ইঞ্জিনটি কিক এবং ইলেকট্রিক স্টার্ট উভয় সিস্টেমযুক্ত। আর এর ট্রান্সমিশনে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স।
পাওয়ার ও টর্ক ডেলিভারীতে এই পুশ-রড ইঞ্জিনটি আসলেই সত্যিকারে থ্রাস্ট দিতে পারে। এটি মোটামুটি সর্ব্বোচ্চ 14HP পাওয়ার ও 14NM টর্ক ডেলিভারী দিতে পারে। আর এছাড়াও লিফানের অফিশিয়াল ক্যাম্পেইন অনুসারে এর ফুয়েল ইকনোমি মোটামুটি +/- 40kmpl. আর আরো উৎসাহব্যঞ্জক বিষয় হলো এর টপস্পিড সলিড সারফেসে মোটামুটি 120kmph।
Lifan X-Pect 150 Specification
Specification | Lifan X-Pect 150 |
Engine | Single Cylinder, Four-Stroke, Air Cooled, Power Push-Rod, 2-Valve Engine |
Displacement | 150cc |
Bore x Stroke | 57.3mm X 57.8mm |
Compression Ratio | 9.0:1 |
Maximum Power | 14HP@8,000RPM |
Maximum Torque | 14NM@6,500RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Kick &Electric Start |
Clutch Type | Wet, Multi-Plate |
Lubrication | Wet Sump |
Transmission | 5 Speed; 1-N-2-3-4-5 |
Dimension | |
Frame Type | Semi-Double Cradle Frame |
Dimension (LxWxH) | 2,060mm x780mm x 1,130mm |
Wheelbase | 1,350mm |
Ground Clearance | |
Saddle Height | 830mm |
Weight (Dry) | 130kg |
Fuel Capacity | 10 Liters |
Wheel, Brake & Suspension | |
The Suspension (Front/Rear) | Telescopic Fork Suspension Mono Shock Absorber |
Brake system (Front/Rear) | Front: Hydraulic Disc Rear: Drum Type |
Tire size (Front / Rear) | Front: 90/90-19 Rear: 110/90-17 |
Battery | 12V |
Headlamp | 35w/35w Halogen (Tail LED) |
Speedometer | Digital Display with Analog Rev Counter |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
তো বন্ধুরা, এই ছিলো আমাদের লিফান এক্সপেক্ট ১৫০ ফিচার রিভিউ – গো এনিহোয়্যার। আশা করছি যে, নতুন এই মোটরসাইকেলটি বাংলাদেশের অফরোড কালচারে একটি চমৎকার সংযোজন হবে। ফলে এটি আমাদের অফরোড এবং অ্যাডভেঞ্চার রাইডারদের জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। ধন্যবাদ।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমূহ
লিফান এক্সপেক্ট ১৫০ কি ধরনের মোটরসাইকেল?
লিফান এক্সপেক্ট ১৫০ একটি লাইটওয়েট স্মল-ক্যাপসিটির ডুয়্যালস্পোর্ট মোটরসাইকেল।
লিফান এক্সপেক্ট ১৫০ তে কোন ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?
লিফান এক্সপেক্ট ১৫০ তে একটি ভার্টিক্যাল-এ্যালাইনড সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, পাওয়ার পুশ-রড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই 2-ভালভ ইঞ্জিনটি কার্বুরেটর ফুয়েল ফিডিং ফিচারযুক্ত।
লিফান এক্সপেক্ট ১৫০ এর ট্রান্সমিশনে কয়টি গিয়ার রয়েছে?
লিফান এক্সপেক্ট ১৫০ এর ট্রান্সমিশনে 5-স্পিড গিয়ার রয়েছে।
লিফান এক্সপেক্ট ১৫০ এর পাওয়ার ও টর্ক রেটিং কি?
লিফান এক্সপেক্ট ১৫০ এর ইঞ্জিন মোটামুটি সর্ব্বোচ্চ 14HP পাওয়ার ও 14NM টর্কটি ডেলিভারী দিতে পারে।
লিফান এক্সপেক্ট ১৫০ ব্রেকিং সিস্টেম কি ধরনের?
লিফান এক্সপেক্ট ১৫০ এর ব্রেকিং সিস্টেমে সামনের হুইলে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আর এর পেছনের হুইলে রয়েছে নিয়মিত ড্রাম-টাইপ ব্রেক।
লিফান এক্সপেক্ট ১৫০ সাসপেনশন সেটআপ কি ধরনের?
সাসপেনশন সিস্টেমে, লিফান এক্সপেক্ট এর সামনে রয়েছে আপরাইট টেলিস্কোপিক-ফর্ক সাসপেনশন আর পেছনে রয়েছে মনো সাসপেনশন।
T
Published by Raihan Opu Bangla