Shares 2

লার্ন টু রাইড উইথ সুজুকি রাইডিং স্কুল

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

সুজুকি বাংলাদেশ শুরু করেছে সুজুকি রাইডিং স্কুল। কয়েক মাস আগে তারা আয়োজন করেছিল লার্ন টু রাইড উইথ সুজুকি রাইডিং স্কুল। এই লার্ন টু রাইড প্রোগ্রামে নতুন রাইডাররা স্কুটার ও মোটরসাইকেল চালানো শিখতে পারবেন। আগামী ৫ এবং ৬ অগাস্ট ঢাকার দুটি স্থানে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 

suzuki-riding-school-learn-to-ride

র‍্যানকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশে সুজুকি অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড, বিশেষ ভাবে তরুন প্রজন্মের কাছে সুজুকির আলাদা চাহিদা রয়েছে।

আগামী ৫ এবং ৬ অগাস্ট সুজুকি রাইডিং স্কুল আয়োজন করতে যাচ্ছে লার্ন টু রাইড প্রোগ্রাম। যেখানে নতুন রাইডাররা স্কুটার ও মোটরসাইকেল রাইড করা শিখতে পারবেন।  এই লাইর্ন টু রাইড প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় রয়েছে সুজুকি মটো জোন উত্তরা এবং সুজুকি প্রিমিয়াম বনানী। 

এই প্রোগ্রামে অংশ গ্রহণ করতে সবাইকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তবে অন স্পট রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে। যারা আগ্রহী রয়েছেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। 

৫ অগাস্ট উত্তরা ১৪ নাম্বার সোসাইটির মাঠে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুজুকির এই লার্ন টু রাইড প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এর সার্বিক সহযোগিতায় থাকবে সুজুকি মটো জোন উত্তরা।

উত্তরার লোকেশন ম্যাপঃ https://goo.gl/maps/8ivng4s1hkviJ8uN6

অপর দিকে ৬ অগাস্ট বনানী সোয়াট এফসি মাঠে অনুষ্ঠিত হবে লার্ন টু রাইড প্রোগ্রাম। এটিও সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। এর প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় থাকবে সুজুকি প্রিমিয়াম, বনানী।

বনানী লোকেশন ম্যাপঃ https://goo.gl/maps/h2wMaq8ycY8jrB29

এই ট্রেইনিং সেশনে যারা নতুন রাইডার রয়েছেন তাদের জন্য সকল সেফটির ব্যবস্থা করা হবে। এছাড়া দক্ষ ট্রেইনার থাকবেন যারা নতুন রাইডারদের স্কুটার ও মোটরসাইকেল রাইডিং এ সহযোগিতা করবেন। 

আপনি যদি সুজুকির বাইক সম্পর্কে আগ্রহী হন, তবে দ্রুত আপনার নিকটস্থ সুজুকির শোরুমে যোগাযোগ করুন। এছাড়া বাইক ও বাইক সম্পর্কিত সকল তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla