Shares 2

খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে লিফানের নতুন বাইক Lifan K19

Last updated on 27-Jul-2024 , By Raihan Opu Bangla

Rasel Industries Ltd হচ্ছে বাংলাদেশে লিফানের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে সম্পূর্ন নতুন একটি বাইক, Lifan K19 ।

lifan k19 price in bangladesh

 চায়না এই মহামারীতে অনেক বড় একটি ধাক্কার মধ্য দিয়ে গিয়েছে। চায়নার অটোমোবাইল ইন্ডাস্ট্রি ধীরে ধীরে কোভিড-১৯ এর মহামারী থেকে উঠে দাড়াচ্ছে। অনেক সময় পর লিফান আগামী ১২ মাসের মধ্যে চারটি নতুন বাইক। লিফান বাংলাদেশ K19 বাইকটিকে এন্ট্রি লেভেল ক্রুজার এবং সেই সাথে রেট্রো ইউনিক ডিজান হিসেবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। 

lifan k19 engine

K19 হচ্ছে লিফানের ক্রুজার মোটরসাইকেল। বাইকটির ফিচার হিসেবে সামনের দিকে দেয়া হয়েছে এলইডি হেডলাইট এবং সেই সাথে এলইডি টেইল লাইট। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে একটি স্পিডোমিটার দেয়া হয়েছে এবং হ্যান্ডেলবারটি ভেরিয়েবল ডায়ামিটার। সামনের দিকে বাইকটিতে দেয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে হাইড্রোলিক সাসপেনশন। আমরা আশা করছি বাইকটি ১৫০ বা ১৬৫ সিসি এর NBF2 ইঞ্জিন হতে পারে যা বর্তমানে Lifan KPR এ রয়েছে এবং সেই সাথে Fi সিস্টেম থাকতে পারে স্ট্যান্ডার্ড হিসেবে। এর মানে দাড়াচ্ছে বাইকটিতে ওয়াটার কুলিং এবং ইঞ্জিনে দেয়া হবে ব্যালেন্স শিফট, যা বাংলাদেশের অনেক চাইনিজ মোটরসাইকেলে নেই। 

lifan k19 features

 এছাড়া বাইকটির ফিচার্সের মধ্যে রয়েছে এলয় হুইল, সামনের দিকে ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার, এবং স্টেইনলেট আয়রন মাফলার। তাদের ওয়েবসাইট থেকে জানা যায় যে, বাইকটির রেয়ার টায়ার হবে ১৩০ সেকশনের টায়ার এবং ফুয়েল ট্যাঙ্কে ১৪ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যাবে।

Click To See All Lifan Bike Price In Bangladesh

বাংলাদেশে ক্রুজার বাইকের দারুন একটা চাহিদা রয়েছে, তবে দুঃখজনক হলেও ক্রুজার বাইকের অপশন খুবই সীমিত। আমরা বিশ্বাস করি যে লিফান এক্ষেত্রে কিছুটা হলেও শুন্যস্থান পূরণ করতে পারবে। আমরা রাসেল ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান নুরুল আবরার রাসেল এর সাথে কথা বলে জানতে পেরেছি যে, "বাইকটি খুব সম্ভবত পরবর্তি মাসের দিকে লঞ্চ হবে এবং অগাস্ট মাসের মাঝামাঝি থেকে প্রিবুকিং নেয়া শুরু হবে"। 

lifan new bike Also Read: Top 10 Best 160cc Bikes In Bangladesh At A glance September 2023

বাইকটির দামের ক্ষেত্রে যদি বলা হয় তবে বাইকটির দাম সম্ভবত ২.২৫ - ২.৫০ লাখ টাকার মত হতে পারে। বাইকটি বুকিং দেয়ার ৬০ দিনের মধ্যে ডেলিভারী করা হবে। লিফানের বেশির ভাগ বাইক হচ্ছে স্পোর্টস ক্যাটাগরীর। মিস্টার রাসেল আমাদের আরও বলেছেন যে, এই বছর তারা বাইকারদের জন্য একটি অফ রোড মোটরসাইকেল নিয়ে আসবে যা Lifan KPT এর আপগ্রেড ভার্সন হবে। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla