Shares 2
রেকার মামলা কি? বাইক রেকারিং করার কারন । জানুন বিস্তারিত
Last updated on 28-Jul-2024 , By Raihan Opu Bangla
রেকার মামলা সম্পর্কে আমরা অনেকেই জানি। আপনার সাথে হয়তো এমনটা হয়েছে , আপনার প্রিয় বাইকটি অথবা আপনার যানবাহনটির সাথে রেকার দেয়া হয়েছে। কিন্তু কি কারনে আপনি রেকার মামলার সম্মুখীন হতে পারেন ? রেকার মামলায় কত টাকা জরিমানা দিতে হয়? আজ আমরা এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচলা করবো।
রেকার মামলা কি? বাইক রেকারিং করার কারন ।
আপনি যদি কোন ভুল করে না থাকেন তাহলে আপনি কখনোই রেকার মামলার সম্মুখীন হবেন না। আমরা নিজেদের ছোট্ট কিছু ভুলের কারনে রেকারিং এর সম্মুখীন হয়ে থাকি। কিন্তু যদি আমরা এই সম্পর্কে জানি, তাহলে আগামীর দিনে আশাকরি আপনি রেকার মামলার সম্মুখীন হবেন না।
যে যে কারণে আপনার গাড়ি রেকার মামলার সম্মুখীন হতে পারেঃ
১- রেজিস্ট্রেশন বিহীন গাড়ি অথবা বাইক রাস্তায় চালালে
২- রুট পারমিট এর শর্তভঙ্গ করলে
৩- একাধিক কেস স্লিপ এর মেয়াদ উত্তীর্ণ হলে
৪- কোর্ট ওয়ারেন্টভুক্ত গাড়ি ওয়ারেন্ট নিষ্পত্তি না করে চালালে
৫- গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে
৬- ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামালে ৭- রং পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ৮- গাড়ি পার্কিং করে চালক না থাকলে ৯- দূর্ঘটনায় পতিত গাড়ি ১০- নিষিদ্ধ সময়ে গাড়ি রাজধানীতে প্রবেশ করলে এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করলে, ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চালালে ট্রাফিক পুলিশ গাড়িতে রেকারিং করে থাকে।
রেকার মামলার জরিমানা ফিঃ
রেকার মামলা হলে কত টাকা জরিমানা দিতে হয় ? রেকার মামলায় জরিমানার পরিমান আপনার অপরাধের উপর কিছুটা নির্ভর করে। তবে আমাদের দেশে রেকার মামলায় যে ধরনের বিল দিতে হয়ঃ ১- প্রাইভেটকার, সিএনজি-১২০০ টাকা ২- মাইক্রোবাস, হিউম্যান হলার-১৫০০ টাকা ৩- বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান-২০০০ টাকা ৪- মোটর সাইকেল-১২০০ টাকা যে কোন ধরনের মামলার হাত থেকে রক্ষা পেতে সব সময় ট্রাফিক আইন মেনে চলুন।
আপনার বাইকের কাগজপত্র সব সময় আপডেট রাখুন, আর অবশ্যই নো পার্কিং এ কখনো আপনার প্রিয় বাইকটি পার্কিং করবে না। আপনি যদি সব সময় আইন মেনে চলেন তাহলে আপনার মামলার সম্মুখীন হতে হবে না। সব সময় হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। নিজে সুস্থ থাকতে এবং নিজের পরিবারকে ভালো রাখতে সব সময় মাস্ক ব্যবহার করুন।
কৃতজ্ঞতাঃ ডিএমপি নিউজ
T
Published by Raihan Opu Bangla