Shares 2

রানার বাংলাদেশে লঞ্চ করেছে Runner Bolt 165R নেকেড স্পোর্টস বাইক

Last updated on 27-Jul-2024 , By Raihan Opu Bangla

রানার বাংলাদেশে লঞ্চ করেছে Runner Bolt 165R নেকেড স্পোর্টস বাইক। বাইকটি বাংলাদেশে রানার অথোরাইজড শোরুম গুলোতে ২৫শে অগাস্ট ২০২০ থেকে এভেইলেবল হবে। Runner Bolt 165R বাইকটি মুল্য রাখা হয়েছে ১,৬৯,০০০/- টাকা।

রানার বাংলাদেশে লঞ্চ করেছে Runner Bolt 165R নেকেড স্পোর্টস বাইক

runner bolt 165r 

বর্তমানে রানার অটোমোবাইলস লিমিটেড Runner Bolt 165R বাইকটিতে অফার দিচ্ছে । যদি কোন বাইকার বাইকটি কিস্তিতে ক্রয় করেন, তবে তিনি পেয়ে যাবেন ৯,০০০/- টাকা। কিন্তু আপনাকে শতকরা ৫০ ভাগ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। আর বাইকার যদি পুরো ক্যাশে ক্রয় করেন তবে তিনি পাবেন ১৪,০০০/- টাকা ডিস্কাউন্ট।

রানার বোল্ট এর ইঞ্জিন থেকে 13.1 BHP @ 7500 RPM & 13 NM of Torque @ 6500 RPM ক্ষমতা উৎপন্ন করে থাকে। ইঞ্জিনটি কার্বুরেটর এবং এয়ার কুল্ড ইঞ্জিন। কোম্পানি থেকে দাবি করা হচ্ছে বাইকটি ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করবে। ইঞ্জিনের সাথে ৫ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 

runner bolt 165r price

Runner Bolt 165R ফিচার্সঃ

  • ট্রেইলস ফ্রেম
  • আন্ডার ইঞ্জিন গার্ড
  • ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক
  • ২২০মিমি রেয়ার ডিস্ক ব্রেক
  • ফ্রন্ট USD সাসপেনশন
  • রেয়ার মনোশক সাসপেনশন
  • ডায়মন্ড চেসিস
  • ১০০ সেকশন ফ্রন্ট টায়ার
  • ১৩০ সেকশন রেয়ার টায়ার
  • টিউবলেস টায়ার
  • এলইডি থান্ডার বোল্ট হেডলাইট
  • এলইডি টেইল লাইট
  • স্পোর্টি হ্যান্ডেলবার
  • পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার
  • আন্ডারবডি মাফলার

runner bolt 165r price in bd

 Also Read: Runner Launches Runner Bolt 165R In Bangladesh

রানার বোল্ট ১৬৫আর বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায় ও বাইকটি ওজনে প্রায় ১৪০ কেজি। এই বছর রানার আরও তিনটি মোটরসাইকেল লঞ্চ করেছে। Runner Scooty 110, Runner Knight Rider V2 এবং Runner Bullet V2, এদের মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ই হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক। তবে বোল্ট হচ্ছে রানারের প্রথম নেকেড স্পোর্টস বাইক। Runner Automobiles Ltd বাংলাদেশে এপ্রিলিয়া মোটরসাইকেল এর একমাত্র অথোরাইজড পরিবেশক এবং আমরা গত সপ্তাহে জানতে পেরেছি যে তারা KTM মোটরসাইকেল এরও অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হতে যাচ্ছে।

Runner Motorcycles At Dhaka Bike Show 2019


কোভিড-১৯ এর কারনে মোটরসাইকেল মার্কেট গত এপ্রিল ও মে মাসে বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। তবে জুন মাসের দিক থেকে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে যখন মানুষ গণ পরিবহনের বদলে মোটরসাইকেল ক্রয় করতে শুরু করে। আমরা বিশ্বাস করি যে মার্কেট উপরের দিকে না উঠলেও এই বছরের শেষ দিকে এটি ব্যালেন্সড পজিশনে চলে আসবে। রানার অটোমোবাইলস এর নতুন Runner Bolt 165R বাইকটি এই সেগমেন্টে বেশ প্রতিযোগীতা করবে এবং এর দাম অনেকটাই এর প্রতিযোগীদের কিছুটা হলেও পিছিয়ে রাখবে বলে আশা করা যাচ্ছে।  

Published by Raihan Opu Bangla