Shares 2
বাংলাদেশে শুরু হতে যাচ্ছে মেয়েদের জন্য মোটরসাইকেল রাইডিং ট্রেইনিং
Last updated on 08-Jul-2024 , By Saleh Bangla
এসিআই মোটরস লিমিটেড, যারা বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । তারা উদ্বোধন করতে যাচ্ছে মেয়েদের জন্য মোটরসাইকেল রাইডিং ট্রেইনিং প্রোগ্রাম ।
মোটরসাইকেল রাইডিং ট্রেইনিং প্রোগ্রামটি পুরো একদিনের একটি প্রোগ্রাম । এই রাইডিং ট্রেইনিং টি অনুষ্ঠিত হবে বিজি প্রেস মাঠ, শহীদ তাজউদ্দিন আহমদ এভিনিউ, তেজগাও, ঢাকা । প্রথম দিনের ট্রেইনিং এ ৩৬জনের মত মেয়েরা অংশ গ্রহন করবে মোটরসাইকেল রাইডিং ট্রেইনিং এর জন্য । এই প্রোগ্রামটি শুরু হবে সকাল ১০টা থেকে চলবে বিকেল ৫টা পর্যন্ত । এই সময়ের মধ্যে তারা প্রায় ৪২ জনের ও বেশি মেয়েদের রাইডিং ট্রেইনিং দিতে পারবে বলে আশা করা যাচ্ছে । শুধু তাদের ট্রেইনিং দেয়াটাই মুখ্য নয়, এখানে তাদের জন্য অন্যান্য আরও কিছু একটিভিটিস রাখা হয়েছে ।পুরো ট্রেইনিং প্রোগ্রামটি ৪টি ধাপ এ ভাগ করা হয়েছেঃ
- প্রথম লেভেল এ, বাইকারদের মোটরসাইকেল সম্বন্ধে সাধারন ধারনা প্রদান করা হবে
- তারপর তাদের সেখানো হবে
- এরপর তাদের ব্রেকিং এর উপর একটা ট্রেইনিং দেয়া হবে
- সবশেষে তাদের বিআরটিএ তে যেভাবে পরীক্ষা নেয়া হয় বা টেস্ট নেয়া হয় সেভাবে ট্রেইনিং দেয়া হবে
যারা রাইডিং ট্রেইনিং এ অংশ নিতে ইচ্ছুক তাদের আগে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরন করতে হবে । শুধু তারাই অংশ নিতে পারবেন যারা এসএমএস এর মাধ্যমে টাইম ও জায়গার কনফার্মেশন পাবেন ।
Also Read: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এর মোটরসাইকেল রাইডিং - এশিয়ান গেমস ২০১৮
এই রাইডিং ট্রেইনিং প্রোগ্রামটি পরিচালিত হবে "ইয়ামাহা রাইডিং একাডেমি" তে প্রশিক্ষন প্রাপ্ত ট্রেইনার দ্বারা । যারা সাকসেস ফুল ভাবে পুরো চারটি ধাপ পার করতে পারবেন তাদের "ইয়ামাহা রাইডিং একাডেমি" থেকে সার্টিফিকেট দেয়া হবে ।
Yamaha Fascino – New Scooter From Yamaha
ইয়ামাহা অনেক দিন ধরেই রাইডিং ট্রেইনিং এর উপর কাজ করে আসছে । পুরো বছর জুড়ে এই মাঠেই ইয়ামাহা ছেলে এবং মেয়ে উভয় বাইকারদের ট্রেইনিং দিয়ে আসছে । কিন্তু এইবার শুধু মাত্র মেয়েদের জন্য এই ট্রেইনিং এর ব্যবস্থা করা হয়েছে । আশা করা যাচ্ছে আগামীতে শুধু মাত্র ছেলেদের জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হবে । এছাড়া বাংলাদেশের বড় বড় শহর গুলোতেই এই প্রোগ্রাম আয়োজন করা হবে বলে আশা করা যাচ্ছে ।
বর্তমানে আমরা দেখে থাকি মেয়েরা অনেক বেশি মোটরসাইকেল এবং স্কুটার ব্যবহার করছে । স্কুটার হচ্ছে অনেক বেশি কনভেনিয়েন্ট, সহজে শেখা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে এটির খরচ অনেক কম । ইয়ামাহার এর তিনটি স্কুটার এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ।
T
Published by Saleh Bangla