Shares 2
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কত ২০২১ - BRTA - ডিসেম্বর ২০২১
Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কত ? এই প্রশ্ন আমাদের অনেকের মনে আছে, কিন্তু অনেকে এর সঠিক উত্তর জানেন না । আজ আমরা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কত এই নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো ।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কত ২০২১ - BRTA - ডিসেম্বর ২০২১
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কত?
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজি বা তার কম হলেঃ
১- রেজিস্ট্রেশন ফি - ২৩০০/
২- রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট - ২২৬০/
৩- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫/
৪- মোটরসাইকেল পরিদর্শক ফি - ৫১৮/
৫- রোড ট্যাক্স (১ম দুই বছর) - ১১৫০/
৬- সম্পূরক শুল্ক - ৮৯৬/
মোট - ৭৬৭৯/
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির বেশি এবং ওজন ৯০ কেজি বা তার কম হলেঃ
১- রেজিস্ট্রেশন ফি - ৩৪৫০/
২- রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট - ২২৬০/
৩- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫/
৪- মোটরসাইকেল পরিদর্শক ফি - ৫১৮/
৫- রোড ট্যাক্স (১ম দুই বছর) - ১১৫০/
৬- সম্পূরক শুল্ক - ১০৬৯/
মোট - ৯০০২/
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজির বেশি হলেঃ
১- রেজিস্ট্রেশন ফি - ২৩০০/
২- রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট - ২২৬০/
৩- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫/
৪- মোটরসাইকেল পরিদর্শক ফি - ৫১৮/
৫- রোড ট্যাক্স (১ম দুই বছর) - ২৩০০/
৬- সম্পূরক শুল্ক - ৮৯৬/
মোট - ৮৮২৯/
আরও পড়ুন >> বিআরটিএ সংক্রান্ত সব কিছু
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির বেশি এবং ওজন ৯০ কেজির বেশি হলেঃ
১- রেজিস্ট্রেশন ফি - ৩৪৫০/
২- রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট - ২২৬০/
৩- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫/
৪- মোটরসাইকেল পরিদর্শক ফি - ৫১৮/
৫- রোড ট্যাক্স (১ম দুই বছর) - ২৩০০/
৬- সম্পূরক শুল্ক - ১০৬৯/
মোট - ১০১৫২/
আশাকরি বিষয়গুলো এখন সবার কাছে ক্লিয়ার, মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি এর সাথে আরও কিছু ফি এড হয়ে মোট টাকার পরিমাণ আসে। নিজে নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং অন্যকে অতিরিক্ত গতিতে বাইক রাইড করতে নিরুৎসাহিত করুন।
তথ্যসূত্রঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
T
Published by Raihan Opu Bangla