Shares 2
মোটরসাইকেলে করে মক্কার পথে দুই বাংলাদেশী বাইকার। বাইকবিডি
Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla
মোটরসাইকেলে করে বাংলাদেশী বাইকারদের ইন্ডিয়া ভ্রমণের গল্প আমাদের সবার জানা। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বাইকার মোটরসাইকেলে করে ইন্ডিয়ার দূর্গম এলাকাগুলোতে ভ্রমণ করেছেন। কিন্তু এবার বাংলাদেশী দুই বাইকার এমন কিছু করতে চলেছেন যা হয়তো আমাদের অনেকের চিন্তাতেও আসে না। বাংলাদেশ থেকে মোটরসাইকেল নিয়ে তারা যাত্রা শুরু করেছেন মক্কা নগরীর পথে, আর এর জন্য তাদের পাড়ি দিতে হবে অনেকটা পথ। রোডম্যাপ অনুযায়ী প্রায় ২০ হাজার কিলোমিটার পথ মোটরসাইকেলে করে পাড়ি দিতে হবে।
গত ৫ ডিসেম্বর বাংলাদেশের নাম্বার প্লেটযুক্ত মোটরসাইকেল নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন এ দুই বাংলাদেশী বাইকার আবু সাঈদ এবং মাসদাক চৌধুরী। আবু সাঈদ ফেনী জেলার বাসিন্দা ও মাসদাক চৌধুরী চট্টগ্রামের বাসিন্দা। আবু সাঈদ ছোটবেলা থেকেই ভ্রমণ করতে অনেক পছন্দ করেন। মোটরসাইকেল নিয়ে দেশের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়িয়েছেন তিনি। বলে রাখা ভালো মোটরসাইকেলে করে তাদের এই ভ্রমনের একমাত্র উদ্দেশ্য মক্কায় পবিত্র ওমরাহ পালন করা। মোটরসাইকেলে করে তারা ভারত, পাকিস্তান ও ইরান হয়ে দুবাই পৌঁছবেন। এর পর দুবাইয়ের শারজা থেকে সৌদি আরব প্রবেশ করবেন। দীর্ঘ এই যাত্রা সম্পন্ন করতে দুই মাস সময় লাগবে তাদের।
গত ৫ ডিসেম্বরে রওনা দিয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ২৩ দিনে ৬ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন এই দুই বাংলাদেশী বাইকার। বর্তমানে তারা লাহোর পার হয়ে করাচিতে অবস্থান করছেন। সেখান থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা হয়ে পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকা তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন। এর আগে মোটরসাইকেল নিয়ে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব ভ্রমণ করেছেন এই দুই বাংলাদেশী বাইকার।
তারা ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছান। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গিয়ে বন্ধুত্ব হয় এই দুই ভ্রমণ পিয়াসি বাইকারের। অবসর পেলেই দুজনে মোটরসাইকেলে করে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। করাচি থেকে তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করতে পাকিস্তান সরকারের কাছ থেকে ট্রাভেলসংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের কাজে সপ্তাহখানেক করাচিতে অবস্থান করতে হবে তাদের। অনুমতি মিললেই ইরানে প্রবেশ করে সেখান থেকে তারা আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের শারজায় পৌঁছবেন।
তথ্য সূত্র- Overland Musafir
T
Published by Ashik Mahmud Bangla