Shares 2
বাজাজ লঞ্চ করেছে BS-VI ইঞ্জিনসহ ১৬০সিসির সবচেয়ে পাওয়ারফুল বাইক!
Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla
বাজাজ অটো লিমিটেড ইন্ডিয়াতে BS-VI ইঞ্জিনসহ লঞ্চ করেছে ১৬০সিসি এর সবচেয়ে পাওয়ার ফুল মোটরসাইকেল Bajaj Pulsar NS160 এর নতুন ভার্সন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 17 BHP পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম। যদি বাইকটি খুব কম সময়ের মধ্যে বাংলাদেশে আসে তবে এটি ই হবে ১৬০সিসি কমিউটার স্পোর্টস সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল মোটরসাইকেল।
বাজাজ লঞ্চ করেছে BS-VI ইঞ্জিনসহ ১৬০সিসির সবচেয়ে পাওয়ারফুল বাইক!
বর্তমানে ইন্ডিয়া থেকে যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশে আসছে সেগুলোর ইঞ্জিন হচ্ছে BS-IV । এই ইঞ্জিন থেকে খুব কম পরিমানে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে এর পূর্ববর্তি ইঞ্জিন গুলো থেকে। অপর দিকে, BS-VI ইঞ্জিন হচ্ছে আরও বেশি স্মুথ, যাতে করে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস আরও কম বের হবে। বর্তমানে ইন্ডিয়ার সরকারী আইন অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন হতে হবে BS-VI ইঞ্জিন। ২০২০ সালের এপ্রিলের ১ তারিখ থেকে প্রতিটি মোটরসাইকেল BS-VI ইঞ্জিন দিয়ে বিক্রি করতে হবে।
Click To See Bajaj Pulsar NS160 Test Ride Review
অনেক মোটরসাইকেল কোম্পানি ও ব্র্যান্ড গুলো BS-VI ইঞ্জিন ডেভলপ করেছে এবং মোটরসাইকেল লঞ্চ করেছে। বাজাজ এদের মধ্যে অন্যতম, যারা ইন্ডিয়াতে লঞ্চ করেছে Bajaj Pulsar NS160 BS-VI ইঞ্জিন দিয়ে।
এই বাইকে দেয়া হয়েছে ১৬০সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, এবং টুইন স্পার্ক ইঞ্জিন। শুরুতে বলা হয়েছে ইঞ্জিন থেকে 17 BHP @ 9000 RPM এবং 14.6 NM of Torque @ 7,250 RPM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিডের একটি গিয়ার বক্স। এর মানে হচ্ছে যে এই বাইকটি 1.5 BHP বেশি ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম, বর্তমানে যেই ভার্সনটি বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। এছাড়া বাইকটিতে আরও দেয়া হয়েছে স্ট্যান্ডার্ড ফুয়েল ইঞ্জেকশন (এফআই) সিস্টেম, যা বাইকটির এক্সেলারেশন আরও স্মুথ করবে ও মাইলেজ এর ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে। বাইকটিতে এছাড়া আর কোন ধরনের পরিবর্তন আনা হয়নি। এর ডিজাইন, ব্রেকস,সাসপেনশন এবং টায়ার এখনকার BS-IV Bajaj Pulsar NS160 ভার্সনের মত একই থাকবে ।
বর্তমানে বাংলাদেশে Bajaj Pulsar NS160 বাইকটির চারটি ভার্সন রয়েছেঃ
Model Name | Price in BDT |
---|---|
NS 160 Single Disc | 1,89,500 |
NS 160 Twin Disc | 1,96,900 |
NS 160 Twin Disc with ABS | 1,99,900 |
NS 160 Twin Disc with FI & ABS | 2,54,900 |
Bajaj Pulsar NS160 বাইকটি অনেক বাইকের মধ্যে অন্যতম যার ইঞ্জিন BS-IV থেকে BS-VI এ ট্রান্সফার করার পর এর পাওয়ার আউটপুট বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশে আসার পর এই পাওয়ার আউটপুট কতটা কাজ করবে এবং কিভাবে সেটা ম্যানেজ হবে। ধন্যবাদ।
T
Published by Ashik Mahmud Bangla