Shares 2

বাজাজ দিচ্ছে ঈদ উল ফিতর ২০২৫ অফার - সর্বোচ্চ ১০০০০ টাকা ছাড়!

Last updated on 15-Mar-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাজাজ এই ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। 

বাজাজ ঈদ উল ফিতর ২০২৫ অফার

bajaj-eid-ul-fitr-2025

উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা ঈদ উপলক্ষ্যে নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার। বাজাজ তাদের কাস্টোমারদের দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। 

বাজাজের অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে বাজাজ পালসার সিরিজ। এই সিরিজের বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১০০০০ টাকা ছাড়। এছাড়া তাদের অন্যান্য সিরিজ যেমন বাজাজ ডিস্কভার, প্লাটিনা, এগুলোতেও দেয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। 

  • পালসার এন ১৬০ FI ABS: ২,৬৯,৫০০ টাকা (পূর্ব মূল্য ২,৭৯,৫০০ টাকা)
  • পালসার ১৫০ SD ABS: ২,০৮,৫০০ টাকা (পূর্ব মূল্য ২,১৪,৫০০ টাকা)
  • পালসার ১৫০ SD: ১,৯৯,৭৫০ টাকা (পূর্ব মূল্য ২,০২,৭৫০ টাকা)
  • পালসার এনএস ১২৫: ১,৭৯,৭৫০ টাকা (পূর্ব মূল্য ১,৮৯,৭৫০ টাকা)
  • ডিসকাভার ১২৫: ১,৬০,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৬৫,৫০০ টাকা)
  • ডিসকাভার ১১০: ১,৫৩,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৫৮,৫০০ টাকা) 
  • প্লাটিনা ১০০ ইএস - ১,২৮,৫০০ টাকা (পূর্ব মূল্য ১,৩৬,৫০০ টাকা)

bajaj-eid-ul-fitr-2025-discount-offer

তাই এই ঈদে আপনি যদি বাজাজের এই অফারটি নিতে আগ্রহী হন তবে বাজাজের অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। আর ঈদের আপনার পছন্দের বাজাজ বাইকটি ক্রয় করুন। অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর, মোটরসাইকেলের দাম, ব্র্যান্ড, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Latest Bikes

Tailg MENGSU R30

Tailg MENGSU R30

Price: 109990

Vida V2

Vida V2

Price: 0

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

Maxivo NF300

Maxivo NF300

Price: 0

Maxivo SP 325R

Maxivo SP 325R

Price: 0

View all Upcoming Bikes