Shares 2
অনেক বছর বাইক নতুনের মতোন রাখার ৪ টি ট্রিক্স
Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla
রাস্তায় মাঝে মাঝেই দেখা যায় অনেক বছর পুরনো একটি বাইক কিন্তু সেই বাইক নতুনের মতোই আছে। কিন্তু আপনি যদি বাইকের মালিককে জিজ্ঞেস করেন বাইক কি পরে রঙ করানো কিনা , তাহলে জানতে পারবেন বাইকটা কিন্তু পরে রঙ করানো না। অর্থাৎ বাইকটা নতুন অবস্থায় যেমন ছিলো বছরের পর বছর বাইকটা ঠিক তেমনই আছে। আপনি যদি ৪ টি ট্রিক্স ফলো করেন তাহলে আপনিও আপনার বাইক নতুনের মতো রাখতে পারবেন বছরের পর বছর।
অনেক বছর বাইক নতুনের মতোন রাখার ৪ টি ট্রিক্স
১- পার্কিং করুন চিন্তা ভাবনা করে
আপনার বাইকের উজ্জ্বলতা বজায় রাখতে এর পার্কিংয়ের বিষয়ে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। যেখানে-সেখানে বাইক পার্কিং করবেন না, কড়া রোদে কখনোই বাইক পার্ক করে রাখবেন না। রোদ বাইকের শাইন অনেকটাই নষ্ট করে দেয়। তাই সবসময় বাইকটি ছায়ায় পার্ক করার চেষ্টা করুন। প্রিয় বাইকটাকে কখনো এমন জায়গায় পার্ক করবেন না যেখানে বাচ্চারা এসে খোচা দিতে পারে অথবা কোনভাবে বাইকে বাইকে আঘাত লেগে বাইকের রঙ নষ্ট হতে পারে।
২- বাইকের কভার সঠিক নির্বাচন করুন
বাইক পার্কিং করার পর সবসময় তা ঢেকে রাখবেন। এই কাজ করলে গাড়ির চকচকে ভাব অক্ষত থাকবে। এতে অপ্রয়োজনীয় ময়লা পড়বে না , যার ফলে ধুলো ময়লার ঘসায় বাইকের রঙ নষ্ট হবে না। বাইক কভার কেনার ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বেশ শক্ত বা রাফ কভার দিয়ে বাইক ঢাকবেন না। তাহলে কভারের ঘসাতেই বাইকের রং নষ্ট হতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের বাইকের কিনে থাকেন। কিন্তু এই কভার ধুলো বা পানির হাত থেকে কিন্তু বাইককে রুক্ষা করতে পারে না। তাই নিজের প্রিয় বাইকটির জন্য সঠিক কভার নির্ধারণ করুন।
৩- সঠিক সময়ে বাইক ওয়াশ করতে হবে
বাইক কিন্তু প্রতিদিন ওয়াশ করার কোন প্রয়োজন নেই , সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার বাইক ওয়াশ করলেই চলে। কিন্তু এই জিনিসটা নির্ভর করে আপনার বাইকটা কি পরিমান নোংরা হয়েছে সেটার উপর। বাইক যদি অতিরিক্ত নোংরা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই অবস্থায় বাইকটা দীর্ঘদিন ফেলে রাখবেন না। এটা বাইকের রঙ এর উপর খুব বাজে প্রভাব ফেলে। আর আমরা নতুন বাইকের রঙ নিজেরা নিজেদের অজান্তে নষ্ট করে ফেলি।
আমরা যখন বাইক ওয়াশে দেই তখন বাইকটা কি দিয়ে ওয়াশ করছে সেটা আমরা অনেকেই খেয়াল করি না। আর আমাদের দেশের অনেক গ্যারেজে এখনো এমন বাচ্চারা বাইক ওয়াশ করে যারা জানেই না বাইকের ট্যাংক কি দিয়ে পরিষ্কার করা উচিৎ। ধোয়ার সময় অধিকাংশ নতুন বাইকের ট্যাংকে স্ক্রার্চ পরে যায়। তাই সব সময় চেষ্টা করুন বাইকটা ফম ওয়াশ করতে অথবা ভালোমানের বাইক ওয়াশিং শ্যাম্পু দিয়ে বাইকটা ওয়াশ করতে। বাইকের বডি যেনো সব সময় নরম কাপড় অথবা ফম দিয়ে পরিষ্কার করা হয় সেই দিকটা অবশ্যই নিশ্চিত করুন। ভালোমানের বাইক ওয়াশের শ্যাম্পু এবং পলিশ কিনতে এই লিংকে ভিজিট করুন।
৪- সঠিক পলিশ ব্যবহার করুন
বাইক ওয়াশ করার পর দোকানে থাকা পলিশ বাইকে না দিয়ে চেষ্টা করুন ভালোমানের একটা পলিশ অথবা ন্যানো কোর্টিং বাইকে ব্যবহার করতে। বর্তমান সময়ে বাজারে অনেক ভালো ভালো পলিশের প্রোডাক্ট পাওয়া যায় , যা বাইকের রঙ বছরের পর বছর নতুনের মতোন রাখে। তাই চেষ্টা করুনেই ধরণের প্রোডাক্ট নিজের বাইকের ব্যবহার করতে।
যারা কিছুদিন পর পর বাইক পরিবর্তন করে তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কষ্ট করে একটা বাইক কিনেন অনেকদিন ব্যবহার করার জন্য। আমি আশাকরি আমার আজকের আর্টিকেল তাদের কিছুটা হলেও কাজে আসবে।
T
Published by Ashik Mahmud Bangla