Shares 2

বাইকের সাসপেনশন কি? সাসপেনশন নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝবেন?

Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla

আমরা যারা বাইক ব্যবহার করি তারা সবাই সাসপেনশন এর সাথে পরিচিত। আজ আমরা সাসপেনশন কি, সাসপেনশন কি কি কারনে নষ্ট হতে পারে , সাসপেনশন নষ্ট হলে কিভাবে বুঝবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। প্রতিটা বাইকের জন্য সাসপেনশন খুব গুরুত্বপূর্ণ। ভাংগা রাস্তায় আপনাকে আরাম দিতে এবং নিরাপদে গন্তব্যে ছুটে চলতে এই সাসপেনশন প্রধান ভূমিকা পালন করে থাকে।  

motorcycle suspension

সাসপেনশন কি?

সাসপেনশন এমন একটি জিনিস যা বাইকের সামনের এবং পেছনের চাকার সাথে লাগানো থাকে। এটি মূলত একটি স্প্রিং যা আপনার বাইকের চ্যাসিস এবং আপনাকে ঝাকুনির হাত থেকে রক্ষা করে। সাসপেনশন বা শক-এবসরভার যে নামেই ডাকেন না কেনো এটি কিন্তু আপনাকে ঝাকুনির হাত থেকে রক্ষা করার পাশাপাশি হাইস্পীডে ছুটে চলার সময় নিরাপদ ব্রেকিং ও নিশ্চিত করে। সাসপেনশন মূলত শক্তিশালী স্প্রিং দিয়ে তৈরি যা মোটরসাইকেলের চাকাকে রাস্তার সাথে আটকে রাখতে সাহায্য করে।সুতরাং একটি বাইকে সাসপেনশনের ভূমিকা অপরিসীম, তাই নিরাপদে ছুটে চলতে বাইকের সাসপেনশন ভালো থাকা খুব জরুরী।

motorcycle suspension setup

সাসপেনশন নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝবেন?

একটা বাইকের সাসপেনশন যেহেতু অনেক বেশি চাপ সহ্য করে তাই এটি একটা সময় নষ্ট হয়ে যায়। আর তখন এটি অন্য বস্তুর মতো এর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তবে একটা বাইকের সাসপেনশন কতদিন ভালো থাকবে এটা অনেকটা নির্ভর করে আপনার বাইক চালানোর ধরণ এবং রাস্তার অবস্থার উপর। সাসপেনশন যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন এতে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। সেগুলো হলোঃ  

সাসপেনশন কি

১- বাইকের সাসপেনশনটা স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত বা নরম হয়ে যায়। অর্থাৎ এটি আগের মতো কাজ করবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার বাইকের সাসপেনশন তার কার্যক্ষমতা হারিয়েছে। 

২- রাস্তা ভালো থাকলেও আপনি সাসপেনশন থেকে ঝাঁকি অনুভব করবেন। সাসপেনশন খারাপ হয়ে গেলে অধিকাংশ সময় এই সমস্যাটা বেশি দেখা দেয়। 

৩- সাসপেনশন নেমে যাওয়ার পর তা একা একা আবার আগের অবস্থানে ফিরে আসবে না। অর্থাৎ সাসপেনশন নিচের দিকে ঝুঁকে থাকবে। 

৪- সাসপেনশন কাজ করার সময় সাসপেনশন থেকে শব্দ আসবে। 

৫- বাইকটি যে কোন একদিকে বেশি হেলে যাবে। বাইক চালানোর সময় আপনার মনে হনে বাইকটি একদিকে বেশি কাত হয়ে আছে। সাসপেনশন যখন তার কার্যক্ষমতা হারায় তখন মূলত এই লক্ষনগুলো দেখা দেয়। তবে এমনটা কেনো হয়? একটি বাইকের সাসপেনশন বিভিন্ন কারনে নষ্ট হতে পারে। তবে সাসপেনশন নষ্ট হওয়ার পেছনে যে কাজগুলো প্রধাণ ভূমিকা রাখে সেগুলো তুলে ধরা হলো।  

motorcycle suspension too hard

সাসপেনশন নষ্ট হওয়ার প্রধাণ কারণগুলোঃ

১- প্রতিটা বাইকের একটি নিদিষ্ট ধারণ ক্ষমতা থাকে। আপনি যদি সব সময় সেই ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত লোড নিয়ে আপনার বাইকটি চালান তাহলে আপনার বাইকের সাসপেনশন খুব দ্রুত তার কার্যক্ষমতা হারাবে। 

২- যখন আপনি আপনার বাইকটি নিয়ে নিয়মিত ভাংগা বাজে রাস্তা দিয়ে চলাচল করবেন তখন আপনার বাইকের সাসপেনশনে প্রচুর চাপ পরে। এর ফলে অনেক সময় সাসপেনশন তার কার্যক্ষমতা হারায়। 

৩- নিজের অসাবধানতা সাসপেনশন নষ্ট করতে অনেক বড় ভূমিকা রাখে। আপনি যদি ইচ্ছা করে বাইকটি বড় বড় গর্ত অথবা রাস্তার ভাংগা জায়গাগুলো দিয়ে চালান তাহলে আপনার বাইকের সাসপেনশন দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি একটু অসাবধানতা আপনাকে বড় বিপদের সম্মুখীন ও করে দিতে পারে। সাসপেনশন বাইকের জন্য খুব জরুরী। তাই বাইক সার্ভিসিং করানোর সময় বাইকের সাসপেনশনটি নিয়মিত চেক করান। এটি আপনার আরামদায়ক ছুটে চলা নিশ্চিত করার পাশাপাশি আপনার বাইকের ব্রেকিং এর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে থাকে।

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

TAILG Jidi

TAILG Jidi

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

Hero Xtreme 250R

Hero Xtreme 250R

Price: 0.00

View all Upcoming Bikes