Shares 2
বাইকের রেডি পিকাপ কমে যাওয়ার কারণ এবং এর সমাধান আলোচনা
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
বাইকের রেডি পিকাপ কমে যাওয়া অনেকের ক্ষেত্রেই কমন একটা সমস্যা। আমাদের অনেকের সাথেই হয়তো এমনটা হয়েছে বাইক আর আগের মতো থ্রটল রেসপন্স দিতে পারছে না। বাইকটি আগে থ্রটল দিলে যেমনভাবে রেসপন্স করতো কিন্তু এখন সেই রেসপন্স আর করে না। আজ আমরা আলোচনা করবো বাইকের থ্রটল রেসপন্স কেন কমে যায় এবং আপনার বাইকে এমনটা হলে আপনি কি করবেন। বাইকের রেডি পিকাপ কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারন থাকতে পারে।
বাইকের রেডি পিকাপ কমে যাওয়ার কারণ এবং সমাধান আলোচনা
১- ক্লাচ দুর্বল হয়ে গেলেঃ
বাইকের ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেলে আমরা অনেকেই সেটা বুঝতে পারি না। কিন্তু বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার বাইকটির রেডি পিকাপও কমে যাবে। আপনি থ্রটল দিলে আপনার বাইকটি সেই অনুয়ায়ী রেসপন্স করতে পারবে না। ক্লাচ প্লেট দুর্বল হয়ে যাওয়া রেডি পিকাপ কমে যাওয়ার জন্য অনেক বড় কারণ।
২- থ্রটল ক্যাবল জ্যাম হয়ে গেলেঃ
আপনার বাইকের থ্রটল ক্যাবল যদি জ্যাম হয়ে যায় তাহলে আপনার বাইক থেকে আপনি রেডি পিকাপ পাবেন না। থ্রটল ক্যাবল বেশ কিছু কারনে জ্যাম হয়ে যায়, এর মধ্যে প্রধান কারণ হলো আপনি যদি আপনার বাইকটি নিয়মিত সার্ভিসিং না করান। বাইক নিয়মিত সার্ভিসিং না করালে বাইকের ক্যাবল জ্যাম হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বাইক টানা বৃষ্টিতে চালালে বাইকের থ্রটল ক্যাবল জ্যাম হয়ে যায়। আপনি যদি বাইকের যত্ন না নেন আপনার বাইকটি অনেকদিন ফেলে রাখেন তাহলেও আপনার বাইকের থ্রটল ক্যাবল জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে।
৩- বাইকের চেইন ঢিলা হয়ে গেলেঃ
আপনার বাইকের চেইন যদি সঠিকভাবে টাইট না থাকে তাহলে আপনার বাইকের থ্রটল আগের মতো রেসপন্স করবে না। এর ফলে আপনি আপনার বাইকটি থেকে নতুন সময়ের মতো রেডি পিকাপ পাবেন না। বাইক চালাতে গেলে বাইকের চেইন টিলা হয়ে যায় তাই চেষ্টা করুন বাইকের চেইনের দিকে লক্ষ্য রাখতে। এটি আপনার নিরাপদ পথচলাও নিশ্চিত করবে।
৪- বাইকের চাকায় সঠিক প্রেশার না থাকলেঃ
বাইক নিয়ে আমরা অনেকেই সচেতন, কিন্তু অনেক সময় বাইকের টায়ার প্রেশার চেক করতে আমাদের অনেকের খেয়াল থাকে না। এর ফলে দেখা যায় বাইকের টায়ারে প্রেশার কম থাকার কারনে বাইকটি বেশ জ্যাম মনে হচ্ছে। আপনি যদি বাইক থেকে ভালো রেডি পিকাপ চান তাহলে বাইকের টায়ার প্রেশার সব সময় সঠিক রাখুন। টায়ার প্রেশার সঠিক রাখলে বাইক থেকে আপনি বেশ ভালো প্যারফরম্যান্স পাবেন।
বাইকের থ্রটল রেসপন্স ভালো রাখতে সব সময় বাইকের যত্ন নিন। বাইকের ছোট ছোট বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন। আপনার বাইকের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বাইক থেকে ভালো রেসপন্স পাবেন।
T
Published by Raihan Opu Bangla