Shares 2

ফ্রী হেলমেট ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিন করুন আপনার নিজের ইচ্ছে মত সময়ে - বিস্তারিত

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

গিয়ারএক্স বাংলাদেশ প্রিমিয়াম হেলমেট এবং এক্সেসরিজের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড শপ। গিয়ারএক্স তাদের কাস্টোমারদের জন্য নতুন একটি সেগমেন্ট শুরু করেছে, সেই হচ্ছে “শিউডিউল হেলমেট ক্লিনিং এবং বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং”।

free-helmet-cleaning-bmc-filter

এই ভাবে গিয়ারএক্স তাদের কাস্টোমার নিজেদের হেলমেট এবং বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং করতে পারবে। এই সুযোগ শুধু মাত্র গিয়ারএক্স এর মিরপুর ৬০ফিটে অবস্থিত অফিশিয়াল শোরুমের জন্য প্রযোজ্য হবে।

Location: https://goo.gl/maps/K1Ax92dE9XruBtBD7

ফ্রী হেলমেট ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং এর জন্য প্রথমে আপনাকে গিয়ারএক্স এর অফিশিয়াল ওয়েব সাইট ভিজিট করতে হবে। আর সেখানে লগ ইন করে ক্লিনিং এর জন্য রিকোয়েস্ট দিতে হবে। 

লিংকঃ https://gearxbd.com/service-schedule-booking/

Also Read: Steelbird SBA-2 Strength Helmet price In BD

নিয়মাবলিঃ

  • হেলমেট এবং বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং সম্পূর্ন রূপে ফ্রী, এর জন্য কোন ধরনের চার্জ প্রদান করতে হবে না। 
  • গিয়ারএক্স বা গিয়ারএক্স অনুমোদিত ডিলারশপ থেকে ক্রয়কৃত হেলমেটের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য হবে
  • গিয়ারএক্স বা অনুমোদিত ডিলারশপ থেকে ক্রয়কৃত বিএমসি এয়ার ফিল্টার এই অফারে প্রযোজ্য হবে
  • হেলমেটের ক্ষেত্রে ১০-৩০ মিনিট সময় লাগবে
  • বিএমসি এয়ার ফিল্টারের ক্ষেত্রে ১-২ ঘন্টা সময় লাগতে পারে ক্লিনিং ও সেট আপের জন্য
  • যদি কোন কারণে ক্লিনিং এর দিন কাস্টোমার উপস্থিত হতে না পারেন, তবে গিয়ারএক্স বাংলাদেশ কে আগে থেকেই জানাতে হবে
  • এই ক্লিনিং এর ক্ষেত্রে গিয়ারএক্স বাংলাদেশ সকল ধরনের ক্যান্সেলেশনের এবং নিয়মাবলি পরিবর্তনের অধিকার রাখে

বিস্তারিত জানার জন্য গিয়ারএক্স এর অফিশিয়াল পেজে ইনবক্স করুন অথবা তাদের মেইল করতে পারেন info@gearxbd.com।

Published by Raihan Opu Bangla