Shares 2

পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০ - বৈশিষ্ট্য ও উপযোগীতা

Last updated on 06-Jan-2025 , By Saleh Bangla

পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০ - বৈশিষ্ট্য ও উপযোগীতা

মোটরসাইকেল রাইডিং বেশিরভাগ মানুষের কাছেই একটি উপভোগ্য বিষয়, যেটি মূলত:  একজন রাইডারকে অনেকটাই স্বাধীনভাবে চলার অভিজ্ঞতা দেয়। এর বিপরীতে, বিভিন্ন সারফেস কন্ডিশন, আবহাওয়া, এবং পরিবেশগত অবস্থার প্রেক্ষিতে অনেকসময়ই মোটরসাইকেল চালানো যথেষ্ট চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে উঠতে পারে। সেইসাথে পরিবর্তিত আবহাওয়ায় মোটরসাইকেল হেলমেটের ভেতর জমে ওঠা ঘোলাটে কুয়াশা মোকাবেলা করা আরেকটি বিরক্তিকর বিষয় হতে পারে। 

তো এই সমস্যার সমাধ‍ানে মোটরসাইকেল হেলমেটে পিনলক ভাইজর ব্যবহার করা একটি স্মার্ট উপায়। আর এখানেই অনেকেই সংশয়ে পড়েন, তারা আসলে কোন ধরনের বা ক্যাটাগরীর পিনলক ভাইজর ব্যবহার করবেন। তো রাইডারদের এই সমস্যায় আলোকপাত করে আজ আমরা আলোচনা করবো, পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০ - বৈশিষ্ট্য ও উপযোগীতা নিয়ে। চলুন আজকের আলোচনায়।

 পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০

পিনলক ভাইজর সিস্টেম কি?

পিনলক নিয়ে আলোচনার প্রথমেই জেনে নেয়া দরকার যে পিনলক আসলে কি এবং কিভাবে কাজ করে। পিনলক আসলে হেলমেটের স্টক ভাইজরে কোন কেমিক্যাল ফগ ট্রিটমেন্ট নয়। বরং এটি একটি বাড়তি ভাইজর সিস্টেম, যেটি চমৎকারভাবে হেলমেটের ভিতরে একজন রাইডারের শ্বাস-প্রশ্বাসের কারণে তৈরি হওয়া কুয়াশাকে ভাইজরের ভিতর দিকে জমে সেটিকে ঘোলা হতে দেয় না। 

পিনলক ভাইজর মূলত: স্টক ভাইজরের সাথে মিলে একটি ডাবল-লেয়ার ভাইজর তৈরী করে, যার ভেতরে একটি সিলড এয়ার লেয়ার থাকে। আরো পরিস্কারভাবে বলতে গেলে বলতে হয়, পিনলক ভাইজর হলো একটি ক্লিয়ার লেন্স ভাইজর যেটি মোটরসাইকেল হেলমেটের স্টক ভাইজরের ভেতরের দিকে দুটি ছোট লকিং পিনের মাধ্যমে লাগানো হয়। এছাড়াও কিছু কিছু ফগ ভাইজর স্টক ভাইজরের ভেতরের দিকে কিছুটা স্টিকারের মতো লাগানো যায়। 

এইভাবে, পিনলক ভ‍াইজর আর স্টক ভ‍াইজরের মধ্যে একটি সিলড এয়ার-লেয়ার তৈরি হয়, যা হেলমেটের ভ‍াইজরের ভেতরের, বাইরের, ও মাঝের বাতাসের তাপমাত্রার পার্থক্য প্রায় সমানুপাতিকক্রমে রেখে ভেতর দিকে রাইডারের শ্বাস-প্রশ্বাসের দরুণ সৃষ্ট বাষ্প ঘনীভূত হওয়া প্রতিরোধ করে। ফলে ভাইজরগুলি পরিস্কার ও স্বচ্ছ থাকে। অধিকন্তু, পিনলকের ভেতরের লেয়ারটি কিছুটা এন্টি-ফগ উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটিও হেলমেটের ভিতরের কুয়াশাকে নিউট্রালাইজড হতে সাহায্য করে।

 

পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০ - বৈশিষ্ট্য ও উপযোগীতা 

পিনলক সিস্টেমের টেকনলোজি যথেষ্ট সরল হলেও এটি অত্যন্ত কার্যকরী একটি  প্রযুক্তি। এটি যেকোনো আবহাওয়ায় মোটরসাইকেল হেলমেটের ভাইজরকে  কুয়াশামুক্ত রেখে রাইডারের আই-ভিজিবিলিটি অব্যহত রাখে। তাই বিভিন্ন ধরণের রাইডারদের চাহিদা এবং তাদের বিভিন্ন ব্র্যান্ডের হেলমেটের বিভিন্ন আকার ও প্রকার অনুসারে বিভিন্ন ফিচারের ও সাইজের পিনলক ভাইজর বাজারে পাওয়া যায়।

তবে এন্টি-ফগ ফিচার অনেুসারে পিনলক ভাইজরের তিনটি প্রধান ক্যাটাগরী রয়েছে, যেগুলি পিনলক ৩০, ৭০, এবং ১২০ নামে পরিচিত। ভিন্ন ক্যাটাগরীর এই পিনলকগুলি ভিন্নমাত্রার এন্টি-ফগ ফিচার ও সাইজে বাজারে পাওয়া যায়, যা বিভিন্ন ধরনের রাইডারদের চাহিদা ও উপযোগিতার বিষয়টি ভেবে ডিজাইন করা। ফলে অনেক রাইডারই সংশয়ে পরে যান, কোন পিনলকটি তিনি নেবেন। তাই বিষয়টি সহজ করে দেবার জন্য নিম্নে প্রতিটি ধরনের পিনলকের বৈশিষ্ট্য ও উপযোগীতার একটি সংক্ষিপ্ত বর্ননা দেয়া হলো।

 

পিনলক ৩০

পিনলক ৩০ হলো পিনলক ফগ ভাইজর সিরিজের সবচেয়ে বেসিক ক্যাটাগরীর ফগ-ভাইজর, যা স্ট্যান্ডার্ড ফিচার নিয়ে আসে, তবে যথেষ্ট নির্ভরযোগ্য অ্যান্টি-ফগ সল্যুশন প্রদান করে। পিনলক ৩০ এর ডিজাইনে ভাইজরগুলির ধার বরাবর সিলিকনের একটি সীলিং লাইনার থাকে, যা স্টক ভাইজরের ভেতরের পৃষ্ঠে বসে একটি ডাবল লেয়ার ভাইজর সিস্টেম তৈরি করে ফেলে, যেটির ভেতরে বাতাসের একটি লেয়ার তৈরী হয়ে। এটি রাইডারের শ্বাস-প্রশ্বাসে সৃষ্ট কুয়াশা প্রতিরোধ করে।

পিনলক ৩০ মৃদু আবহাওয়ায় এবং হালকা রাইডিং একটিভিটিতে হেলমেট ভাইজরে কুয়াশা তৈরি হওয়া প্রতিরোধ করে। তবে পিনলক ৩০ চরম আবহাওয়া পরিস্থিতিতে বা হার্ডকোর রাইডিংয়ের জন্য খুববেশি কার্যকর নয় কেননা এর কার্যকরীতার মাত্রা স্ট্যান্ডার্ড লেভেলের। ফলে তা টাফ ওয়েদার ও রাইডিং কন্ডিশনের জন্য বেষ্ট চয়েজ নয়্। উপোরোন্ত পিনলক ৩০ এর ভিউপোর্ট কিছুটা ছোট হওয়ায় অনেক রাইডারের কাছে এটি একটি সীমাবদ্ধতা মনে হতে পারে।

 

পিনলক ৭০

পিনলক ৭০ হলো পিনলক ভ‍াইসরের তিনটি এন্টি-ফগ ক্যাটাগরীর মধ্যে একটি স্ট্যান্ডার্ড এন্টি-ফগ ক্যাটাগরী। এটি মুলত: বেশিরভাগ ধরনের হেলেমেট ভাইজরের সাথেই প্লাগ-এন্ড-প্লে মোডে মিলে যায়। আর বৈশিষ্টের বিচারে পিনলক ৭০ সংস্করণটির এন্টি-ফগ ফিচার অনেকটাই এ্যাডভান্সড লেভেলের, যার সিলিকন সিলিং লাইনার ও ভাইজর ডিজাইন এ্যাডভান্সড লেভেলের। ফলে এই এ্যাডভান্সড ফিচারের ভাইজরটি আরো দক্ষভাবে কুয়াশা প্রতিরোধ করতে পারে।

পিনলক ৭০ মোটামুটি টাফ ওয়েদার ও টাফ রাইডিং কন্ডিশন বেশ ভালোভ‍াবেই হ্যান্ডেল করতে পারে। এর এ্যাডভান্সড সিলিং ফিচার বৈচিত্র্যময় আবহাওয়া পরিস্থিতিতে যেখানে দ্রুত তাপমাত্রার তারতম্য ঘটে ও আর্দ্রতার মাত্রা উল্লেখযোগ্যভাবে ওঠানামা করে সেখানেও ফগিংয়ের ঝুঁকি হ্রাস করে হেলমেট ভাইজরকে স্বচ্ছ রাখে। আর পিনলক ৭০ এর ভিউপোর্ট সাইজও স্ট্যান্ডার্ড এবং তা যথেষ্ট বড়। ফলস্বরূপ, এটি বেশিরভাগ রাইডারদের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে যারা বিভিন্ন রাইডিং কন্ডিশন মোকাবেলার জন্য একটি নির্ভরযোগ্য অ্যান্টি-ফগ ভাইজর খুঁজছেন।

 

পিনলক ১২০

পিনলক ১২০ পিনলক অ্যান্টি-ফগ ভাইজর সিরিজের সবচেয়ে উন্নত এন্টি-ফগ ভ‍াইজর, যা একদম এ্যাডভান্সড লেভেলের এন্টি-ফগ ফিচার ক্যারেক্টারিস্টিকস সম্বলিত। এর ডিজাইন ও কন্সট্রাকশন একদম এ্যাডভান্সড লেভেলের তো বটেই, উপরোন্ত এর সিলিকন সিলিং কনফিগারেশনও অনেক উন্নত। ফলে এটি অতুলনীয় মানের এন্টি-ফগ ক্যারেক্টারিস্টিকসের নিশ্চয়তা দেয়।

পিনলক ১২০ তাপমাত্রার চরম পরিবর্তন ও উচ্চ আর্দ্রতা পরিস্থিতিতেও হেলমেট ভাইজরকে একদম পরিস্কার রাখে ও যেকোন কন্ডিশনে একটি স্বচ্ছ ভাইজর ভিজিবিলিটি নিশ্চিত করে। ফলে পিনলক ১২০ বিশেষ ধরনের বা টাফ রাইডিং কন্ডিশন, যেমন: রেসিং, স্পোর্টস, এ্যাডভেঞ্চার রাইডিং যেখানে সেকেন্ডের জন্যও ফগ বিল্ডআপের রিস্ক নেয়া যায় না সেখানেও চরম আবহাওয়া পারিস্থিতিতেও শতভাগ কার্যকারিতা নিশ্চিতে সক্ষম। তাই যারা তাদের ভাইজর থেকে টপ-নচ এন্টি-ফগ পারফর্মেন্স চান তাদের পিনলক ১২০ই ব্যবহার করা উচিৎ।

 

পিনলক ৩০ বনাম ৭০ বনাম ১২০ - সঠিকটি বেছে নিন

সবশেষে সঠিক ক্যাটাগরীর একটি পিনলক ভাইজর বেছে নেয়াটা মূলত: একজন রাইডারের ব্যক্তিগত পছন্দ, সার্বিক আবহাওয়া পরিস্থিতি, রাইডিং কন্ডিশন ও রাইডিংয়ের ধরনের উপর নির্ভর করে। কেননা, পিনলক ৩০, ৭০ এবং ১২০ ভিন্ন লেভেলের অ্যান্টি-ফগ ফ্যাসিলিটি সাপোর্ট দেয়; যেটি মূলত মোটরসাইকেল রাইডারের ধরন ও তাদের চাহিদার উপরই  নির্ভর করে।

সাধারনত হালক‍া থেকে মাঝারি ধরনের আবহাওয়ায় সাধারন রাইডারদের জন্য সবসময়ে ব্যবহারের জন্য পিনলক ৩০ই যথেষ্ট হতে পারে। তবে যারা প্রায়ই তাদের চলাচলের এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্মুখীন হন এবং সবসময়েই মোটরসাইকেল রাইড করেন তারা পিনলক ৭০ বেছে নিতে পারেন।

তৃতীয়ত, যেসব রাইডার একদম হার্ডকোর রাইডিং করেন এবং যে এলাকায় চলাফেরা করেন সেখানে আবহাওয়ার বেশ চরমাভাপন্ন, আর যাদের টপ-নচ এন্টি-ফগ সল্যুশন দরকার, তারা নিশ্চিন্তে পিনলক ১২০ বেছে নিতে পারেন। নিশ্চিতভাবেই এতে তারা কখনোই হতাশ হবেন না।

সুতরাং, আপনি যে পারিপার্শ্বিক ওয়েদার কন্ডিশনে রাইড করছেন, আপনার রাইডের সময়কাল এবং ধরন, এক্সপেক্টেড ভিজিবিলিটি লেভেল ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য প্রভৃতি বিষয়গুলি বিবেচনা করে আপনি আপনার হেলমেটের জন্য সামঞ্জস্যপূর্ণ ধরণের পিনলক ভাইজর বেছে নিন।

Published by Saleh Bangla