Shares 2

নতুন বাজেটে মোটরসাইকেলের দাম - বাড়বে নাকি কমবে ? বিস্তারিত

Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla

২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়েছে, নতুন বাজেটে মোটরসাইকেলের দাম কত হচ্ছে এই নিয়ে আমাদের সবার মনেই প্রশ্ন রয়েছে। এবার কি বাইকের দাম বাড়বে নাকি কমবে? চলুন নতুন বাজেটে মোটরসাইকেলের দাম কি হতে পারে সেটা নিয়ে কিছুটা ধারণা নেয়া যাক। 

নতুন বাজেটে মোটরসাইকেলের দাম

করোনাকেন্দ্রিক বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ ছিল দীর্ঘদিন। গণপরিবহন বন্ধ থাকায় বাজারে বাইকের চাহিদা বেড়ে গেছে, এর মধ্যে যারা বাইক চালাতে পারেন তারা সবাই নিজের সেফটির কথা বিবেচনা করে একটি বাইক কিনতে চাচ্ছেন। আমাদের দেশে প্রতিদিনের চলাচল করার জন্য কমিউটার বাইকের জনপ্রিয়তা অনেক বেশি।

নতুন বাজেটে মোটরসাইকেলের দাম

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের কাঁচামাল আমদানি ও জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল মপেডে শুল্কছাড় দেওয়া হচ্ছে। 

মপেড হচ্ছে মোটরসাইকেলের তুলনায় ছোটএবং এর ক্ষমতা ৫০ সিসির। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

  

নতুন বাজেটে মোটরসাইকেলের দাম

মোটরসাইকেলের ক্ষেত্রে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, মোটরসাইকেল উৎপাদনকারী বা সংযোজনকারী শিল্পর জন্য বিদ্যমান প্রজ্ঞাপনে নতুন কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন আনয়নের প্রস্তাব করছি। মপেড একটি জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল। 

এটি ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় সাশ্রয়ী মূল্য নিশ্চত করার লক্ষ্যে মপেড এর শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি। 

তথ্যসূত্রঃ প্রথম আলো

প্রতিবেদনঃ দৈনিক ইত্তেফাক

Published by Raihan Opu Bangla