Shares 2
মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কি এবং এটি কিভাবে কাজ করে?
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কি এবং এটি কিভাবে কাজ করে? এই প্রশ্নগুলো মোটরসাইক্লিংয়ের জগতে খুব সাধারণ এবংসচরাচর জিজ্ঞাস্য কিছু প্রশ্ন। আজকাল বড় ইঞ্জিন-ক্ষমতার হাই-টেক এবং আধুনিক মোটরসাইকেলগুলিতে ABS, TCS সহ অনেকধরনের নিরাপত্তা বৈশিষ্ট্যই দেখা যায়।
মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কি এবং এটি কিভাবে কাজ করে?
এসব ফিচার আজকালকার মোটরসাইকেলে বেশ কমন এবং এগুলি এখনকার অনেক এন্ট্রি-লেভেল মোটরসাইকেলগুলিতেও একইভাবে দেখা যাচ্ছে। আর তাই আমরা এখানে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কি এবং এটি কিভাবে কাজ করে, সেই অলোচনা নিয়ে এসেছি।
মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস)
Traction Control System তথা TCS, আধুনিক মোটর-ভেহিকলগুলিতে মোটামুটি অত্যাবশ্যকীয় একটি সেফটি এসহ্যান্সমেন্ট, যা কিনা এখনকার কার ও এসইউভিতে খুবই সাধারন বিষয়। আর সেইসাথে এখনকার বেশিরভাগ ম্যানুফ্যাকচারার তাদের উচ্চ-ক্ষমতার এবং হাইটেক মোটরসাইকেলগুলিতেও এই সেফটি ফিচার যোগ করছে, যদিও মোটরসাইকেলের জন্য এটি বেশ প্রাথমিক পর্যায়েই রয়েছে।
তবে কার এবং অন্যান্য ফোর-হুইলারে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এর ফর্মেশন ও এক্টিভিটি অনেক বেশি পরিশীলিত, কেননা এখনকার গাড়িগুলি ব্যাপকভাবে শক্তিশালী কম্পিউটার দ্বারা ইলেক্ট্রনিক্যালি নিয়ন্ত্রিত। কিন্তু মোটরসাইকেলের অপারেটিং এবং কন্ট্রোলিং মেকানিজম বেশিরভাগই ম্যানুয়াল এবং মেকানিক্যাল। আর এ কারণেই ম্যানুফ্যাকচারাররা তাদের মোটরসাইকেলে ভিন্নভাবে টিসিএস যুক্ত করে।
ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কি?
ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের কনসেপ্টটি হলো, মূলত: কোন মোটর-ভেহিকলের সব চাকাগুলিকে সারফেসে একই গতিতে ঘূর্ণায়মান রাখা এবং এভাবে রাস্তায় ট্র্যাকশন রক্ষা করা। সুতরাং যখন কোন বাহনের পাওয়ার-হুইলের স্পিড অন্যকোন চাকার তুলনায় বেশি ঘোরে তার অর্থ দাড়ায় সেটি কোন কারনে স্লাইড করে হড়কে যাচ্ছে।
আর এখানেই টিসিএস সক্রিয় হয় এবং পাওয়ার হুইলের স্পিড নিয়ন্ত্রণ করে সেটিকে অন্য চাকাগুলির স্পিডে নিয়ে আসে। ফলে পাওয়ার হুইলের স্পিড যখন অন্যান্য ঘুর্নায়মান চাকার স্পিডের সাথে মিলে যায় তখন গাড়ি রাস্তা থেকে পিছলে সরে যায় না, রাস্তাতেই সচল থাকে।
আর এভাবেই টিসিএস গাড়ির চাকা হড়কে যাওয়া থেকে রক্ষা করে করে এবং সামগ্রিক ট্র্যাকশন বজায় রাখে। এটিই টিসিএস এর মূল কাজ। এভাবে টিসিএস এর নিয়ন্ত্রণের ফলে কোন গাড়ি ভেজা বা পিচ্ছিল রাস্তায়ও স্কিড না করে সচল থাকে। আর সেইসাথে এই মেকানিজমটি সঠিকভাবে ইঞ্জিনের টর্ক-ডেলিভারি কাজে লাগায় ও সব চাকা সমান গতিতে সচল রেখে দ্রুত এক্সিলারেশন পেতে সাহায্য করে।
ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কিভাবে কাজ করে?
আধুনিক মোটরযানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম মূলত: দুটি ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। একটি প্রেডিকটিভ আর অন্যটি রিএ্যাকটিভ প্রক্রিয়া। প্রেডিকটিভ প্রক্রিয়াটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত এবং জটিলও বটে।
টিসিএস এর এই ফর্মটিতে ইসিইউ ক্রমাগত মোটরগাড়ির হুইল-স্পিন, লিন-এ্যাঙ্গেল, স্পিড, গিয়ার পজিশন, এক্সিলারেশন ডাটা মনিটর করে। আর এভাবে ইসিইউ সব ডাটা ক্যালকুলেশন করে সম্ভাব্য স্লাইড-আউট নির্ধারণ করে, এবং পাওয়ার-হুইলের ট্র্যাকশন হারানোর আগেই চাকার স্পিডকে আগেই নিয়ন্ত্রণ করে।
আর অপরদিকে, রিএ্যাকটিভ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের টেকনলোজি অনেকটাই সহজ, যা কেবল মোটরযানের বিভিন্ন ডাটা মনিটর করে এবং পাওয়ার হুইলের স্পিড অন্য হুইলের স্পিডের তুলনায় বেশি হলেই সেটিকে নিয়ন্ত্রণ করে ট্র্যাকশনে নিয়ে আসে।
তবে টিসিএস এর উভয় সিস্টেমই একই হার্ডওয়্যার শেয়ার করে, কিন্তু প্রেডিকটিভ সিস্টেমটি সুনির্দিষ্ট কিছু ডাটা পেতে আরো বেশি সেন্সর ব্যবহার করে এবং এর কম্পিউটারও অনেকবেশি ক্ষমতাসম্পন্ন।
সাধারণত ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) ফোর-হুইলারে একাধিক প্রক্রিয়ায় কাজ করে এবং এটি ম্যানুফ্যাকচারার ভেদে তাদের নির্দিষ্ট টেকনলোজি অনুসারে গাড়ির ইগনিশন সিস্টেম, ফুয়েল-সাপ্লাই, হুইল-ব্রেক, ক্লাচ সিস্টেম প্রভৃতি নিয়ন্ত্রন করতে পারে।
তবে মোটরসাইকেলে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কেবল মোটরসাইকেলের ইগনিশন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং থ্রটল-বাই-ওয়্যার সিস্টেমযুক্ত হাই-টেক মোটরসাইকেলগুলোর ক্ষেত্রে সেগুলির থ্রটল কন্ট্রোল করে থাকে।
মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) কিভাবে কাজ করে?
ম্যানুফ্যাকচারার ভেদে তাদের মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এর যে প্রযুক্তি বা প্রক্রিয়াই গ্রহণ করা হোক না কেন, টিসিএস সাধারণভাবে ডুয়াল-চ্যানেল এবিএস, লিন-অ্যাঙ্গেল সেন্সর, এবং ইঞ্জিন কন্ট্রোল ইউনিট (ইসিইউ) এর একই হার্ডওয়্যারই শেয়ার করে থাকে।
তবে আরও উন্নত ব্যবস্থাগুলিতে গিয়ার-পজিশন সেন্সর, থ্রোটল-পজিশন সেন্সর, এবং গ্র্যাভিটি সেন্সরও টিসিএস এর জন্য মোটরসাইকেলের ইসিইউতে তথ্য সরবরাহের কাজ করে থাকে। তবে প্রযুক্তিটির একদম মূল বিষয় হলো মোটরসাইকেলের ইসিইউ হুইল-স্পিড সেন্সর থেকে মোটরসাইকেল চাকাগুলির ঘূর্ণনের ডাটা সংগ্রহ করে অন্যান্য আরো জটিল সেনসরের ডাটার সাথে ক্রমাগত সমন্বয় করে।
আর যখনই পেছনের চাকার স্পিড সামনের চাকার তুলনায় বেশি পায়, তখনি ইগনিশন সিস্টেম নিয়ন্ত্রন করে ইঞ্জিনের পাওয়ার ডেলিভারী কমিয়ে দেয় এবং পেছনের চাকার টর্ক-ডেলিভারী ও স্পিড নিয়ন্ত্রন করে। ফলে টিসিএস মোটরসাইকেলের পেছনের চাকা হড়কে যাওয়া রোধ করে মোটরসাইকেলের ট্রাকশন রক্ষা করে।
মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এর সুবিধা ও অসুবিধা
মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) মূলত: এখনো প্রাথমিক পর্যায়ের এবং এটি আরো অনেকদিকে ডেভেলপমেন্টের সুযোগ রয়েছেঅ কেননা মোটরসাইকেলে এটি কেবল একটি পদ্ধতিতেই কাজ করে। যদিও ফোর-হুইলারে টিসিএস অনেককিছুই নিয়ন্ত্রন করে কিন্তু মোটরসাইকেলে তা কেবল ইগনিশন নিয়ন্ত্রন করে ও পেছনের চাকায় পাওয়ার ডেলিভারি কমিয়ে দেয়।
কিন্তু তবুও মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম স্পষ্টতই একটি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার, যা যেকোন রাস্তায় সাধারন চলাফেরায় চমৎকারভাবে রাইডিং সেফটি নিশ্চিত করে। তবে সুবিধার পাশাপাশি এতে কিছু অসুবিধাও রয়েছে, আর সেগুলি নিম্নে আলোচিত হলো।
মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধা
- মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) যে কোনো সারফেস ও ওয়েদার কন্ডিশনে অনেক বেশি কন্ট্রোলিং ও রাইডিং সেফটি নিশ্চিত করে।
- মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পিছনের চাকা স্কিডিং এবং স্লাইডিং এর সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়, ফলে ভেজা ও পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল সহজে ও নিরাপদে চলতে পারে।
- মোটরসাইকেলের ইঞ্জিনের উৎপাদিত টর্ক ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এর কারনে পুরোটাই সহজে পিছনের চাকায় ডেলিভারী হয়, ফলে পাওয়ার লস হয় না।
- মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের কারনে যেকোন সারফেসে সহজেই ও নিরাপদে কর্ণারিং করা সম্ভব হয়।
- ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম একটি মোটরসাইকেলকে দ্রুত অভিষ্ট স্পিডে আসতে সাহায্য করে এবং ইঞ্জিনের উৎপাদিত টর্ক সমভাবে পিছনের চাকায় পৌঁছে দেয়।
মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের অসুবিধা
- মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) অফ-রোড এবং এডিভি মোটরসাইকেলের জন্য তেমন ভাল কোন সমাধান নয়, কেননা এটি মোটরসাইকেলের ইঞ্জিনের টর্ক উৎপাদন সীমাবদ্ধ রাখে এবং টর্ক-ডেলিভারী নিয়ন্ত্রণ করে।
- ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম মোটরসাইকেলের পেছনের চাকা বালু, কাদা, বা বরফঢাকা পিচ্ছিল সারফেসে ঝামেলা সৃষ্টি করে। যেসব পরিস্থিতিতে পেচনের চাকা স্পিন করে সারফেস থেকে বের হয়ে আসতে হয় সেসব পরিস্থিতিতে টিসিএস অফ না করলে বের হয়ে আসা সম্ভব হয় না।
- ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কম-ক্ষমতা এবং কম টর্ক-সম্পন্ন মোটরসাইকেলের ক্ষেত্রে কোন ফলপ্রসূ ফিচার নয়।
- যে কোনো ধরনের স্টান্ট-স্পোর্ট যেমন ড্রিফটিং, বার্নআউট, স্লাইড, পাওয়ার স্লাইড, হুইলি ইত্যাদি টিসিএস ফিচারযুক্ত মোটরসাইকেল দিয়ে সম্ভব নয়।
- ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমযুক্ত মোটরসাইকেল দিয়ে ড্রাগ রেস তেমন উপভোগ্য নয়।
তো সবমিলিয়ে, মোটরসাইকেলে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সুবধা অসুবিধা যাই থাকুক না কেন এটি অনেকটাই হার্ডকোর রাইডিং ফান কমিয়ে দেয়,কারন এটি একটি মোটরসাইকেলের ইঞ্জিনের টর্ক উৎপাদন সীমাবদ্ধ রাখে এবং টর্ক-ডেলিভারী পুরোটাই নিয়ন্ত্রণ করে; যা কিনা অনেক প্রো-রাইডারই পছন্দ করেন না। তবে নিশ্চিতভাবে এটি চালকের নিরাপত্তা বাড়ায় এবং রা্ইডিং সেফটি নিশ্চিত করে।
T
Published by Raihan Opu Bangla