Shares 2

বাইকের ট্যাক্স টোকেন ফি ২০২৩ - ২ বছরের ট্যাক্স টোকেন ফি বৃদ্ধি

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাইকের ট্যাক্স টোকেন ফি ২০২৩ সালে বৃদ্ধি করা হয়েছে ,শুধুমাত্র ট্যাক্স টোকেন না বিআরটি থেকে সকল যানবাহনের ফি বৃদ্ধি করা হয়েছে । আপনারা জানেন হয়তো ১০ বছরের ট্যাক্স টোকেন সহ বাইক রেজিস্ট্রেশন করতে এখন প্রায় ৩০ হাজার টাকা লাগবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন। বাইক রেজিস্ট্রেশন ফি এর সাথে বৃদ্ধি পেলো ড্রাইভিং লাইসেন্স ফি । সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে , তাই আগামীর দিনে আমাদের হয়তো নতুন অনেক কিছু দেখতে হবে এবং শিখতে হবে। 

ট্যাক্স টোকেন ফি ২০২৩

ট্যাক্স টোকেন ফি ২০২৩

যারা চিন্তা করছেন ১০ বছরের ট্যাক্স টোকেন না করিয়ে ২ বছরের ট্যাক্স টোকেন করাবেন তাদের বলছি , সেখানেও কিন্তু ফি বৃদ্ধি করা হয়েছে। আগে আমার জানামতে ২ বছরের ট্যাক্স টোকেন এর জন্য ফি জমা দিতে হতো ২৩০০ টাকা। কিন্তু নতুন এই বছরে সেটা করা হয়েছে ৩৪০০ টাকা , অর্থাৎ ফি বৃদ্ধি করা হয়েছে ১১০০ টাকা। 

বাইকের সব ডকুমেন্ট সব সময় আপডেট রাখুন , নিজে নিরাপদ থাকুন এবং ঝামেলা এড়াতে অন্যকেও সতর্ক করুন।

ধন্যবাদ

 

Published by Ashik Mahmud Bangla