Shares 2

বনানীতে উদ্বোধন হল টোটাল টুলসের নতুন ফ্ল্যাগশীপ শোরুম

Last updated on 22-Nov-2023 , By Raihan Opu Bangla

Total Tools Bangladesh কিছুদিন আগে ঢাকার বনানীতে অফিসিয়াল শো-রুম উদ্বোধন করেছে। এই উদ্বোধন উপলক্ষে তাদের সকল পন্যের উপর দিচ্ছে ১০% মূল্য ছাড়। মূলত বনানীর ৬২ কামাল আতার্তুক এভিনিউয়ে অবস্থিত তাদের এই শো-রুমটি।

Total Tools Bangladesh

বনানীতে উদ্বোধন হল টোটাল টুলসের নতুন ফ্ল্যাগশীপ শোরুম


টোটাল টুলস মূলত একটি চাইনিজ প্রতিষ্ঠান যারা মেশিন টুলস এবং সরঞ্জাম তৈরী করে থাকে। তারা অস্ট্রেলিয়া, কাতার, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশে ব্যবসা করে আসছে। বাংলাদেশে তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মানষী কর্পোরেশন যারা নির্ভরতার সাথে ব্যবসা করে আসছে।

চাইনিজ এই প্রতিষ্ঠানটির প্রাথমিক উদ্দেশ্য হল কাস্টমারদের তুলনামূলক সাশ্রয়ী দামে ভাল মানের এবং দীর্ঘস্থায়ী মেকানিক টুলস এবং সরঞ্জামাদি সরবরাহ করা। অন্যান্য কোম্পানিগুলোর মত টোটাল টুলস বিজ্ঞাপনের পেছনে তেমন একটা ব্যয় করে না। যার মুল উদ্দেশ্য হল বিজ্ঞাপনে ব্যয় কমিয়ে প্রডাক্টের দাম কম করা।

Total Tools Bangladesh

দাম কম মানেই যে প্রডাক্টের মান খারাপ তেমনটা নয়। বিশ্বের অন্যান্য টুলস প্রস্তুতকারক কোম্পানি যেমন Bosch, Makita, Stanley ইত্যাদির পন্যের মান এবং টোটাল টুলসের পন্যের মানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। বিশ্বের অনেক দেশেই টোটাল টুলস ১ নম্বর যায়গা দখল করে আছে।

তাদের ফ্লাগশিপ শো-রুমেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল টুলস। চলুন দেখে নিই তাদের শো-রুমে কোন ক্যাটাগরির পন্য রয়েছে।

Total Tools Bangladesh

  1. Air Tools.
  2. Bench Tools.
  3. Garden Tools.
  4. Generators.
  5. Hand Tools.
  6. Hardware and Lockset.
  7. Lamps.
  8. Light Construction Equipment.
  9. Measuring Tools.
  10. Power Tool Accessories.
  11. Power Tools.
  12. Safety Products.
  13. Water Pumps.
  14. Welding Machines.
কিছুদিন আগে টোটাল টুলস এবং বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লোগিং সাইট বাইকবিডির চুক্তি সাক্ষরিত হয় এবং পার্টনার হিসেবে কাজ শুরু করে। দৈনন্দিন টুলসের পাশাপাশি বাইকারদের জন্যও বেশকিছু প্রোডাক্ট রয়েছে তাদের।

Total Tools Bangladesh
বাইকাররা তাদের মোটরসাইকেল পরিষ্কার করা নিয়ে বেশ ঝামেলা পোহান। এটির সমাধানের জন্য টোটাল টুলস নিয়ে এসেছে High-Pressure Washer. এটির মাধ্যমে আপনি যেকোন জায়গায় আপনার বাইকটি পরিষ্কার করতে পারবেন। এটি দুটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যাচ্ছে একটি হল Electric এবং অন্যটি হল Electric+Battery. 
 

Published by Raihan Opu Bangla