Shares 2
টিউব টায়ার এবং স্পোক রিমকে টিউবলেস করার উপায়
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
বর্তমান সময়ে অধিকাংশ বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়। কিন্তু এখনো এমন অনেক বাইক আছে যেই বাইকগুলোতে টিউব টয়ার ব্যবহার করা হয়। চলার পথে টিউব যদি লিক হয়ে যায় তাহলে কতটা বিড়ম্বনায় পরতে হয় তা আমরা বাইকাররা সবাই কম বেশি জানি। কিন্তু আপনি চাইলে আপনার বাইকের টিউব টায়ারটি পরিবর্তন করে টিউবলেস করে নিতে পারেন।
টিউব টায়ার এবং স্পোক রিমকে টিউবলেস করার উপায়
আপনি যদি ডার্ট বাইক ব্যবহার করে থাকেন তাহলে আপনি স্পোক রিমের সাথে খুব ভালোভাবে পরিচিত। আপনার বাইকে যদি স্পোক রিম থাকে তাহলে আপনিও টিউব টায়ারের সাথে খুব ভালোভাবে পরিচিত। আমরা অনেকেই মনে করি স্পোক রিমকে কখনো টিউবলেস করা যায় না। কিন্তু এমনটা না, আপনি চাইলে আপনার বাইকের স্পোক রিমকেও টিউবলেস করতে পারবেন।
আজ আমরা জানবো কিভাবে টিউব টায়ারকে টিউবলেস করা যায় এবং স্পোক রিমকে টিউবলেস করার উপায় সম্পর্কে।
টিউব টায়ারকে টিউবলেস করার উপায়ঃ
টিউব টায়ারকে টিউবলেস করার জন্য সবার আগে আপনাকে অভিজ্ঞ কোন চাকার মেকানিকের কাছে যেতে হবে। কারন আপনার টিউব টায়ারের বাইকটি টিউবলেস করা যাবে কিনা সেটা ওই মেকানিকের উপর অনেকটায় নির্ভর করবে। টিউব টায়ারকে টিউবলেস করার জন্য সবার প্রথমে আপনার বাইকের চাকাটি খুলতে হবে। তারপর চাকার নজেল পাইপটি পরিবর্তন করতে হবে। নজেল পাইপ পরিবর্তন করে বাইকের টায়ারে জেল প্রবেশ করাতে হবে।
সব প্রক্রিয়া শেষ করে এরপর আপনার বাইকের টায়ারে হাওয়া দিতে হবে এবং টায়ারের বিটগুলো তুলতে হবে। যদি আপনার বাইকের টায়ারের বিট না উঠে তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের টায়ারটি পরিবর্তন করে টিউবলেস টায়ার কিনতে হবে।
Also Read: Gazi Tyre Ranger Tyre Price In Bangladesh - BikeBD
অধিকাংশ ক্ষেত্রেই বাইকের সাথে থাকা টায়ারকে টিউবলেস করা যায়, নতুন করে টায়ার কিনতে হয় না। তবে বাইকের টায়ার যদি পুরাতন হয়ে যায় এবং তাতে বিট না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের টায়ারটি টিউবলেস করা যাবে না। তবে বলে রাখা ভালো বাংলাদেশে খুব অল্প সংখ্যক বাইকে এমন রিম ব্যবহার করা হয়ে থাকে যেই রিমগুলোকে টিউবলেস করা যায় না।
স্পোক রিমকে টিউবলেস করার উপায়ঃ
আমাদের অনেকের মাঝে এই ধারনা আছে স্পোক রিমকে টিউবলেস করা যায় না। কিন্তু এমনটা না, আপনি চাইলে আপনার বাইকের স্পোক রিমকে টিউবলেস করতে পারবেন। এর জন্য সবার প্রথমে আপনার প্রয়োজন হবে অভিজ্ঞ একজন চাকার মেকানিক। কারন অভিজ্ঞ লোক ছাড়া এই কাজটা সবাই করতে পারে না।স্পোক রিমকে টিউবলেস করার জন্য আপনাকে আগে একটি রিম ফিতা বানাতে হবে।
তারপর সেই রিম ফিতা রিমে সেট করতে হবে। এরপর বাইকের নজেল পাইপটি পরিবর্তন করতে হবে। নজেল পাইপ পরিবর্তন করে টায়ার সেট করে নিতে হবে এবং টায়ার বসানোর আগে চাকায় জেল বসাতে হবে। জেলটি অবশ্যই ভালোমানের ব্যবহার করার চেষ্টা করুন। কারন জেল ভালো না হলে আপনার স্পোকের ছিদ্র জায়গাগুলো বন্ধ হবে না। জেল প্রবেশ করার পর আপনার কাজ শেষ। এবার হাওয়া দেয়ার পর টায়ারে বিট উঠলে আপনি বাইকটি টিউবলেস হয়ে গেলো।
তবে একটা কথা বলে রাখা ভালো যদি আপনার বাইকটি টিউবলেস না হয় তাহলে হাওয়া দেয়ার একদিনের মধ্যে আপনার বাইকের টায়ার থেকে হাওয়া চলে যাবে। টিউব বাইককে টিউবলেস বানানো অথবা স্পোক রিমকে টিউবলেস করা সেই কাজটি করেন না কেনো অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে কাজটি করাবেন। না হলে আপনার বাইকের চাকায় হাওয়া নাও থাকতে পারে।
T
Published by Raihan Opu Bangla