Shares 2
ইয়ামাহা ক্যাশব্যাক অফার ২০১৯ | ডিস্কাউন্ট অফার - বাইকবিডি
Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla
পুজা উপলক্ষ্যে ইয়ামাহা বাংলাদেশ দিচ্ছে স্পেশাল ক্যাশব্যাক অফার । এই অফারটি হচ্ছে "ইয়ামাহা পুজা অফার ২০১৯", অফারটি চলবে ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে ৭ অক্টোবর ২০১৯ ।
এই ইয়ামাহা পুজা অফার ২০১৯ এ ইয়ামাহা মোটরসাইকেল প্রেমীরা তাদের পছন্দে প্রিয় মোটরসাইকেলটি বাংলাদেশের যেকোন ইয়ামাহা অথোরাইজড ডিলার বা ইয়ামাহা শোরুম থেকে মোটরসাইকেল ক্রয় করতে পারেবেন । এর সাথে থাকছে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক । ইয়ামাহা তাদের জনপ্রিয় Yamaha R15 V3, Yamaha R15 V3 Monster Edition এবং Yamaha MT15 মোটরসাইকেল এ দিচ্ছে ৫,০০০/- টাকার ক্যাশব্যাক । এছাড়া Yamaha Saluto special edition এ থাকছে ৭,০০০/- টাকা এবং Saluto ডিস্ক ভার্সনে দিচ্ছে ৪,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক ।
Yamaha R15 V3 Monster Edition | First Impression Review
ইয়ামাহা তাদের জনপ্রিয় স্কুটারে দিচ্ছে ক্যাশব্যাক অফার । Yamaha Street Rally (without UBS) স্কুটারে ইয়ামাহা দিচ্ছে ৬,০৭৩/- টাকার ক্যাশব্যাক । এছাড়া ইয়ামাহা সবচেয়ে বড় অফার দিচ্ছে Yamaha FZS V3 এবং Yamaha FZ Fi V3 মোটরসাইকেল এ । উভয় বাইকেই তারা দিচ্ছে ২০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক ।
ACI Motors বাংলাদেশে ইয়ামাহা এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । অতীতে তারা তাদের সকল মোটরসাইকেল CBU কন্ডিশনে বাংলাদেশে নিয়ে আসত, বর্তমানে তারা তাদের Yamaha Saluto এবং Yamaha FZS V2 (Dual Disc) মোটরসাইকেল দুটি CKD কন্ডিশনে নিয়ে আসছে । Yamaha FZS Fi V3 হচ্ছে ইয়ামাহা এসজেডএস সিরিজ এর তৃতীয় জেনারেশন এর মোটরসাইকেল ।
FZS V1 ২০০৮ এর দিকে প্রথম বারের মত লঞ্চ করা হয় । সেই সাথে প্রথমবারের মত এই সেগমেন্টে দেয়া হয়েছে ১৪০ সেকশন রেয়ার টায়ার । বর্তমানে এই সিরিজের মোটরসাইকেল এ দেয়া হয়েছে এলইডি হেডলাইট, ফ্রন্ট-সিঙ্গেল চ্যানেল এবিএস, সম্পূর্ন নতুন ডিজিটাল স্পিডোমিটার এবং ডুয়েল ডিস্ক ব্রেক ।
লঞ্চিং এর পর থেকেই বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ CBU কন্ডিশন ও দাম বেশি হওয়া স্বত্তেও সকলের কাছেই জনপ্রিয় । কিন্তু বর্তমানে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট অফারে ইয়ামাহা মোটরসাইকেল প্রেমীরা তাদের পছন্দের মোটরসাইকেলটি ক্রয় করেতে পারবেন । এই ইয়ামাহা পুজা অফার ২০১৯ খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে ।
T
Published by Ashik Mahmud Bangla