Shares 2
কাওয়াসাকি ফ্ল্যাগশীপ শোরুম এখন বাংলাদেশে !!!
Last updated on 08-Jul-2024 , By Ashik Mahmud Bangla
কাওয়াসাকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। এখন পর্যন্ত তাদের ঢাকায় কাওয়াসাকির শোরুম ছিল, কিন্তু এখন তারা বাংলাদেশে তাদের ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করেছে!
কাওয়াসাকি বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের মার্চ মাসে এশিয়ান মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে কাওয়াসাকির যাত্রা শুরু হয় । ২০১৯ সালের ২৫ এপ্রিল একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করে ।
কাওয়াসাকি ফ্ল্যাগশীপ শোরুম এই নতুন ফ্ল্যাগশীপ শোরুমটিতে বিশ্বের যে কোনও ফ্ল্যাগশীপ শোরুমের মতো সব রকমের আর্ট ফিচার রয়েছে এবং এটিতে গ্রাহকদের সবচেয়ে ভালো সার্ভিস প্রদানের জন্য একটি সার্ভিস সেন্টারও করা হয়েছে ।
বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলগুলির ফ্ল্যাগশীপ শোরুম ৮৫ / এ, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ এ অবস্থিত। তাদের সহায়তা করার জন্য এবং কোনও প্রশ্নের সাথে সহায়তা করার জন্য তাদের একটি হটলাইন নম্বর রয়েছে । কাওয়াসাকি বাংলাদেশ এর হটলাইনঃ ০১৮৪৪৫৬০০৫৬
কাওয়াসাকি মোটরসাইকেল বর্তমানে তাদের লাইন আপে ৪টি মোটরসাইকেল রয়েছে । তাদের মধ্যে একটি Kawasaki KLX 150BF , একটি ডুয়েল স্পোর্টস মোটরসাইকেল যা রাইডারকে যেকোনো রাইড, মানে হলো অন রোড বা অফ রোড করতে সাহায্য করে । সম্প্রতি আমরা Kawasaki KLX 150BF এর টেস্ট রাইড রিভিউ প্রকাশ করেছি, রিভিউটি দেখার জন্য এখানে ক্লিক করুন ।
Click Here For Kawasaki KLX 150BF Review
তাদের লাইন-আপে ১৫০ সিসির আরেকটি বাইক রয়েছে - Kawasaki D-Tracker 150 । যা কিনা অফ রোড ও অন রোড দুই জায়গাতেই সমান ভাবে রাইড করা যায় । অন্য দুটি মোটরসাইকেল হচ্ছে মিনি বাইক বা পকেট বাইক । Kawasaki Ninja Z125 Pro এবং Kawasaki KSR Pro 110 । Z125 Pro একটি সিটি স্টোমার হলেও এবং অপরদিকে KSR Pro 110 অফ রোড ও অন রোড উভয়ই জায়গাতেই রাইড করা যায় ।
কাওয়াসাকি মোটরসাইকেলের সবচেয়ে আকর্ষণীয় ঘোষনা দিয়েছে, তারা তাদের দুটি নতুন বাইক Kawasaki Ninja 125 এবং Kawasaki Z125 খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে । শোনা যাচ্ছে , তারা শীঘ্রই বাংলাদেশে এই দুটি বাইক লঞ্চ করতে যাচ্ছে, এবং এই দুইটি বাংলাদেশের স্পোর্টস এবং নেকড স্পোর্টস মোটরসাইকেল গুলোর জন্য গেম চেঞ্জার হতে পারে।
T
Published by Ashik Mahmud Bangla