Shares 2

কম তেলে বেশি চলে এমন ১০ টি মোটরসাইকেল কি কি ? বিস্তারিত

Last updated on 01-Aug-2024 , By Ashik Mahmud Bangla

কম তেলে বেশি চলে এমন মোটরসাইকেল কি কি আছে ? আজ আমি এমন ১০ টি বাইক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যে বাইকগুলো আমাদের দেশে মাইলেজ সেরা বাইক হিসেবে পরিচিত। আমরা সবাই জানি জ্বালানি তেলের দাম ২০২২ সালে এসে অনেক বৃদ্ধি পেয়েছে। অকটেন এর দাম ২০২২ এসে লিটার দাড়িয়েছে ১৩৫ টাকা , আর আজকের পেট্রোলের দাম কত সেটাও আমরা সবাই জানি , পেট্রোল এখন ১৩০ টাকা লিটার। এমন সময়ে এসে কম তেলে বেশি চলে এমন ১০ টি মোটরসাইকেল সম্পর্কে আমাদের অনেকের জানা প্রয়োজন। যারা বাইক দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে তাদের জন্য ভালো মাইলেজের একটা বাইক খুব বেশি প্রয়োজন।

-শেয়ারিং

কম তেলে বেশি চলে এমন ১০ টি মোটরসাইকেল

Hero-Splendor

1- Hero Splendor

Hero Bike কোম্পানির Hero Splendor Plus বাইকটি থেকে আপনি 70 Kmpl মাইলেজ পেয়ে যাবেন। Hero Splendor Plus IBS  , Hero Splendor ISmart Plus আমাদের দেশে কমিউটার সেগমেন্টের জনপ্রিয় বাইক।

TVS-XL

2- TVS XL

কম তেলে বেশি চলে কোন মোটরসাইকেল ? যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে সবার প্রথমে যে বাইক সিরিজের নাম আছে সেটা হচ্ছে TVS XL সিরিজ। আমাদের দেশের বাজারে TVS Bike কোম্পানির TVS XL 100 Comfort , TVS XL 100 i-Touch , TVS XL 100 বাইকগুলো মাইলেজ সেরা বাইক হিসেবে পরিচিত। কোম্পানির মতে এই বাইক থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন। বর্তমানে আমাদের দেশে ডেলিভারি ম্যান চাকরি এর জন্য এই বাইক সিরিজটি অনেক জনপ্রিয়। বাইকটির মালিকানা রিভিউ সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

Honda-Livo

3- Honda Livo

Honda Livo 110 কম তেলে বেশি চলে এমন মোটরসাইকেলগুলোর মধ্যে একটি। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পেয়ে যাবেন। Honda Livo 110 Drum এবং Honda Livo 110 Disc এই দুইটি ভার্সন আমাদের দেশে রয়েছে।

4- Honda Dream 110

কম তেলে বেশি চলে এমন মোটরসাইকেলগুলোর মধ্যে Honda Bike কোম্পানির Honda Dream 110 একটি । কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন। বাইকটির মালিকানা রিভিউ সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

5- Runner AD 80s Deluxe

নিজের দেশের কোম্পানি হিসেবে Runner Bike এখন আমাদের অনেকের কাছে প্রিয়। কোম্পানির মতে Runner AD 80s Deluxe  বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন ।

6- Yamaha Saluto

Yamaha Bike কোম্পানির Yamaha Saluto বাইকটি মাইলেজ সেরা বাইকের মধ্যে একটি। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন।

7- Suzuki Hayate

Suzuki Bike কোম্পানির Suzuki Hayate  বাইকটির মাইলেজও ভালো। কোম্পানির মতে বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন। Suzuki Hayate Special Edition , Suzuki Hayate EP বাইকগুলো থেকেও আপনি বেশ ভালো মাইলেজ পাবেন।

8- Bajaj Platina

Bajaj Bike কোম্পানির Bajaj Platina বাইক আমাদের দেশে সেরা মাইলেজ এর বাইক হিসেবে বেশ পরিচিত। বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে Bajaj Platina ES বাইকটি পাওয়া যাচ্ছে , কোম্পানির মতে বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন। এছাড়াও Bajaj Platina 110 H Gear মডেলটি আপনি আমাদের দেশের বাজারে পেয়ে যাবেন। বাইকটির মালিকানা রিভিউ সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

9- TVS Metro

মাইলেজ সেরা বাইক হিসেবে TVS Metro আমাদের দেশে বেশ জনপ্রিয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।  TVS Metro Plus Drum এর মালিকানা রিভিউ সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

10- TVS Radeon

TVS Radeon বাইকটি বর্তমান সময়ে অনেকের কাছে বেশ প্রিয়। আমরা Team BikeBD এই বাইকটি টেস্ট রাইড করেছিলাম এবং বাইকটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করেছি। TVS Radeon এর টেস্ট রাইড রিভিউ দেখতে চাইলে এই লিংকে প্রবেশ করুন।

বর্তমানে আপনি কি বাইক ব্যবহার করছেন এবং আপনার বাইকের মাইলেজ কত পাচ্ছেন কমেন্টে আমাদের জানান। একটা জিনিস সব সময় মনে রাখবেন একটা বাইক থেকে ভালো মাইলেজ পেতে চাইলে বাইক এর ব্রেক ইন পিরিয়ড সব সময় মেনে চলুন এবং বাইক সার্ভিসিং করা নিয়ে কখনো অবহেলা করবেন না। আর মোটরসাইকেল এর জ্বালানী সাশ্রয় এর কৌশল মেনেও আপনি বাইক থেকে বেশ ভালো মাইলেজ পেতে পারেন।

FAQ

1- আজকের পেট্রোলের দাম কত ?

উত্তরঃ বর্তমানে পেট্রোলের দাম ১৩০ টাকা।

2- অকটেন তেলের দাম ২০২২ এ কত ?

উত্তরঃ বর্তমানে অকটেনের দাম ১৩৫ টাকা।

3- বাইকে তেল বেশি খায় কেন ?

উত্তরঃ বাইকে তেল বেশি অনেক কারনেই লাগতে পারে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন।

Published by Ashik Mahmud Bangla