Shares 2
কমানো হলো মোটরসাইকেলের নিবন্ধন ফি ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ
Last updated on 06-Jul-2024 , By Shuvo Bangla
(সংশোধিত)
মোটরসাইকেল নিবন্ধনের সময় সড়ক করের ক্ষেত্রে কিস্তি সুবিধা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ। এর ফলে মোটরসাইকেল ক্রেতাদের এককালীন খরচ সামান্য কমে আসবে; পুরো কর তারা শোধ করতে পারবেন পরে, আট বছরে। সোমবার এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানিয়েছে, ১০০ সিসির মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ আগে ৮ হাজার ১৬৩ টাকা দিতে হতো। সেই সঙ্গে সড়ক কর হিসাবে ৫ হাজার ৭৫০ টাকা মিলিয়ে মোট দিতে হতো ১৩ হাজার ৯১৩ টাকা। নতুন নিয়মে আগের মতোই নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ আগে ৮ হাজার ১৬৩ টাকা দিতে হবে।তার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তি বাবদ ১ হাজার ১৫০ টাকা দিলেই মিলবে নিবন্ধন। সড়ক করের বাকি টাকা শোধ করতে হবে আট বছরে চারটি সমান কিস্তিতে; প্রতি কিস্তি ১ হাজার ১৫০ টাকা হিসাবে। একই নিয়ম প্রযোজ্য হবে ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রেও। এ ধরনের মোটরসাইকেলে আগে নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ ৯ হাজার ৭৭৩ টাকা এবং সড়ক কর হিসাবে ১১ হাজার ৫০০ টাকা দিতে হতো। সব মিলিয়ে বাইক মালিকের দিতে হতো ২১ হাজার ২৭৩ টাকা। এখন নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ ৯ হাজার ৭৭৩ টাকার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তিতে ২ হাজার ৩০০ টাকা দিলে নিবন্ধন হয়ে যাবে। পরের আট বছরে চার কিস্তিতে (প্রতি কিস্তি ২ হাজার ৩০০ টাকা) পরিশোধ করা যাবে সড়ক করের বাকি টাকা।T
Published by Shuvo Bangla