Shares 2
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ মোটরসাইকেলটি ফিচার রিভিউ
Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla
এফকে মোটরস বাংলাদেশ সম্প্রতি এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে ছেড়েছে। নতুন এই মোটরসাইকেলটি বেশ নজরকাড়া ডিজাইন আর ষ্ট্রিটফাইটার ফিচার নিয়ে বাজারে এসেছে। তো এই মোটরসাইকেলটির বিশদ পরিচিতিসহ এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ ফিচার রিভিউ নিয়ে আজ আমরা হাজির হয়েছি।
এফকে মোটরস বাংলাদেশ লিমিটেড
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ এফকে মোটরসের একটি ব্র্যান্ডনিউ মোটরসাইকেল। আর এফকেএম মুলত: এফকে মোটরস নামের একটি সম্পূর্ণ নতুন কোম্পানীর একটি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল ব্র্যান্ড। আর এই কোম্পানীটি মাত্র গত ২০১৮ সালে জার্মানীর স্নেভারডিজেন হতে আত্মপ্রকাশ করে।
এফকে মোটরস এর কর্মকর্তারা অবশ্য আগে থেকেই ইউরোপীয়ান মার্কেটে চায়নীজ মোটরসাইকেল বাজারজাতকরনে অভিজ্ঞতা সম্পন্ন। তো সেই সূত্রেই চায়নীজ ম্যানুফ্যাকচারার গুয়াংঝু ফেকেন মোটরসাইকেলের হাত ধরে এফকে মোটরস দাড়িয়ে যায়।
বর্তমানে এফকে মোটরসের তিনটি আলাদা মডেল বাজারে রয়েছে। প্রতিটি মডেলই ১২৫সিসি হতে ২০০সিসি পর্যন্ত বিভিন্ন ইঞ্জিন ক্ষমতায় পাওয়া যায়। তো ইউরোপীয়ান মার্কেটের সাথে সাথে কোম্পানীটি এশিয়া ও দক্ষিন-আমেরিকার বাজারে প্রবেশ করেছে। আর সেই সাথে ৫ম ঢাকা বাইক-শো থেকে তারা বাংলাদেশে তাদের কর্মকান্ড শুরু করেছে।
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ – নতুন ষ্ট্রিটফাইটার
নতুন এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ একটি নেকেড স্পোর্টস মোটরসাইকেল। এটা সত্যিকারের ষ্ট্রিটফাইটার ডিজাইন ও এ্যাটিচ্যুডে ডিজাইন করা। এটার বডিওয়ার্ক নেকেড, এ্যাগ্রেসিভ, আর কাটিং-এজ প্রফাইল ফলো করে তৈরি।
এর এলইডি হেডল্যাম্পটি হাই-লো বিম ও ডিআরএল এর আলাদা আলাদা খোপযুক্ত বেশ আকর্ষনীয়ভাবে তৈরী। এর অডো-কন্সোলটি পুরোপুরি ডিজিটাল ও আপরাইট পাইপ-হ্যান্ডেলবারের সমান্তরালে বেশ মানানসই। আর এর সামনে কোন বাড়তি কোনকিছুই নেই। বরং ইগনিশন-কি এর খোপটা ফুয়েল ট্যাঙ্কের সামনে বসানো।
বাইকটির ফুয়েল-ট্যাঙ্কটিও একাধিক প্লাস্টিক প্যানেলে মোড়ানো আর বেশ জৌলুসপূর্ণ। আর এর প্যানেলগুলো ট্যাঙ্কের দুপাশ দিয়ে বাড়তি দু্টো এ্যারোডাইনামিক ফেন্ডার তৈরী করেছে। সেইসাথে সাইড-প্যানেলগুলোও বেশ কয়েকটি খন্ডে সমন্বিত যা স্প্লিট সিটের সাথে মিলে গেছে। আর এর টেইলটাও এর মেটাল গ্র্যাবরেইলের সাথে মিলিয়ে বেশ ধারালো।
বাইকটির আরেকটি অন্যতম আকর্ষন হলো এর একজষ্ট পাইপ, যা দুই-ছিদ্র বিশিষ্ট। আর এর সাথে সাথে সামনের স্পোর্টি মাডগার্ড, আন্ডারবেলী-প্যান আর পিছনের বাড়তি মাডগার্ড সব চমৎকার মানিয়ে গেছে। তবে দৃষ্টিনন্দন এই বাইকটি যে অনেকটা ইয়ামাহা এম-স্ল্যাজের ছায়া তা না বললেই নয়।
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ – হুইল, ব্রেক ও সাসপেনশন
নতুন এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ বাইকটি এর হুইল, ব্রেক ও সাসপেনশন সহ পুরোপুরি একটি ষ্ট্রিট-নেকেড বাইক। বাইকটির ১৭ ইঞ্চি চাকায় রয়েছে ফোর্জড এলয় রিম আর টিউবলেস টায়ার। দুইচাকার ব্রেকই হাইড্রলিক ডিস্ক ব্রেক। আর এর ডিস্কগুলো বেশ চওড়া।
বাইকটির সামনে রয়েছে ৩৭মিমি ইউএসডি ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। আর এর পেছনের সাসপেনশন সুইংআর্মের সাথে সংযুক্ত মনো সাসপেনশন। পেছনের এই সাসপেনেশনটি আবার দুইধাপে এডজাষ্ট করে নেয়া যায়।
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ – ইঞ্জিন ফিচার
এফকেএম ষ্ট্রিটফাইটার বাইকটি মুলত: ১২৫সিসি থেকে শুরু করে ২০০সিসি পর্যন্ত চারটি আলাদা ইঞ্জিন ক্ষমতায় পাওয়া যায়। তবে বাংলাদেশে এর ১৬৫সিসি ক্ষমতার বাইকটি বাজারজাত করা হয়েছে। তো এই ইঞ্জিনটি একটি সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-ষ্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন।
এতে ফুয়েল ইনজেকশন সিষ্টেম ও ৫-স্পিড গিয়ার ট্রান্সমিশন রয়েছে। এই ইঞ্জিনটিতে কেবল ইলেকট্রিক ষ্টার্ট ফিচার রয়েছে। আর ইঞ্জিনটি সর্বোচ্চ ১৫.০এইচপি পাওয়ার আর ১৪.৫এনএম টর্ক উৎপাদন করতে পারে।
FKM Street Fighter 165 - Specification
Specification | FKM Street Fighter 165 |
Engine | Single Cylinder, Four Stroke, Air Cooled Engine |
Displacement | 164cc |
Maximum Power | 15.0HP @8,000RPM |
Maximum Torque | 14.5NM@7,500RPM |
Fuel Supply | Fuel Injection |
Starting Method | Electric Start |
Clutch Type | Wet, Multiple-disc |
Lubrication | Wet Sump |
Transmission | 5-Speed |
Wheel, Brake & Suspension | |
Suspension (Front/Rear) | 37mm USD Telescopic Fork / 2-Way Adjustable Mono Suspension |
Brake system (Front/Rear) | Hydraulic Disk / Hydraulic Disk |
Tire size (Front / Rear) | Front: 17” Wheel Rear: 17” Wheel |
Battery | 12V 3Ah (MF) |
Headlamp | All LED |
Speedometer | Fully Digital |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ – অন্যান্য ফিচারসমূহ
এফকেএম ষ্ট্রিটফাইটার বাইকটি সম্পূর্ন নতুন একটি বাইক হওয়ায় এতে নতুন কিছু ফিচারের সমন্বয় ঘটেছে। বাইকটির সার্বিক চিত্র আরো পরিস্কারভাবে তুলে ধরার জন্যে সেই ফিচারগুলো আমরা নিম্নে যোগ করেছি। আপনারা সেগুলো একবার দেখে নিতে পারেন।
- এ্যাগ্রেসিভ ও ষ্ট্রিট-নেকেড ডিজাইন।
- পাওয়ার সেভিং এলইডি লাইট ও সিগন্যাল সেটআপ।
- সম্পূর্ণ ডিজিটাল অডেমিটার
- বাইক এর সার্বিক অবস্থা নির্দেশক মোবাইল এ্যাপের সাথে কানেকটিভিটি।
- ফোর্জড এ্যালয় রিম ও ডিষ্ক ব্রেকিং সিষ্টেম।
- সামনে ইউএসডি ও পেছনে মনো সাসপেনশন সিষ্টেম।
- সার্বিকভাবে স্পোর্টি ও নেকেড ডিজাইন যা চমৎকার ষ্ট্রিটরাইডং ও হ্যান্ডেলিং নিশ্চিত করে।
তো বন্ধুরা, এই ছিল এফকেএম ষ্ট্রিটফাইটার ১৬৫ বাইকটির সার্বিক পরিচিতি। আশা করছি সামনে কখনো বাইকটির টেষ্টরাইডের সুযোগ পেলে আমরা আরো বিস্তারিতভাবে বাইকটির পারফর্মেন্স আলোচনা করবো। সুতরাং আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন।
ধন্যবাদ।
T
Published by Ashik Mahmud Bangla