Shares 2
এন্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইয়ামাহা এফজেডএস এফআই
Last updated on 08-Jul-2024 , By Ashik Mahmud Bangla
এশিয়ান মার্কেটে Yamaha FZ-S এর থার্ড জেনারেশন লঞ্চ করেছে ইয়ামাহা মোটরসাইকেল । সেই সাথে ইয়ামাহা মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার এসিআই মোটরস নিয়ে এসেছে সকল আপডেটেড মোটরসাইকেল ।
এন্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস)
নতুন Yamaha FZS-FI V3 রয়েছে আকর্ষণীয় এবং নতুন নতুন সব ফিচার্স, কিন্তু সব কিছু ছাপিয়ে সবার মনোযোগ এর কেন্দ্রবিন্দু হচ্ছে তার FZS-FI V3 এর এবিএস ফিচার । তারই রেশ ধরে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন ইয়ামাহা FZS-FI V3 এর এন্টিলক ব্রেকিং সিস্টেম ।
ACI Motors – Launched Yamaha FZS Fi V3 In Bangladesh
এন্টিলক ব্রেকিং সিস্টেম
বর্তমান আধুনিক ও হাই-টেক মোটরসাইকেলগুলোর মধ্যে এবিএস সেফটি ফিচার্স গুলোর মধ্যে একটি । এটি ব্রেকিং নিরাপত্তা ,দক্ষতা এবং স্থায়িত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে । মেকানিক্যাল এবিএস পূর্বে আগে মোটরসাইকেল বাজারে থাকলেও এখন সেটা সম্পূর্ণ ইলেকট্রনিক প্রযুক্তিতে বাজারে পাওয়া যাচ্ছে । বর্তমানে, এটি সম্পূর্ণ ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ECU দ্বারা পরিচালিত ।
Yamaha FZS V3 First Impression Review
অতএব এবিএস হচ্ছে এমন একটি ইলেকট্রনিক প্রক্রিয়া যা মোটরসাইকেল বা অন্যান্য গাড়ির ব্রেকিং সিস্টেমের সাথে সংযোগ করে। এই সিস্টেমটির মুল কাজ হচ্ছে চাকা কে লক না করে ধীরে ধীরে ব্রেকিং করানো । কিন্তু এতে হুইলের স্পিনিং স্পীড নিয়ন্ত্রিত থাকে যেহেতু এটি নিরাপদ এবং কার্যকর ব্রেকিং সিস্টেম । এছাড়া বিভিন্ন সীপ ও সার্ফেস এর জন্য এবিএস ব্রেকিং স্থিতিশীলতা বিশ্বব্যাপী গৃহীত ।
Yamaha FZS-FI V3 এন্টিলক ব্রেকিং সিস্টেম
নতুন Yamaha FZS-FI V3 এখন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ নতুন লুক ও ডিজাইনে এবং সেই সাথে থাকছে উন্নত মানের বিভিন্ন ফিচার। যার কারনে এর টেকনিক্যাল কিছু পরিবর্তন এসেছে। ব্রেকিং সিস্টেমটি তার ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে সিঙ্গেল চ্যানেল BOSCH ABS দ্বারা ডেভেলপড করা হয়েছে ।
এর রেয়ার ব্রেকিং সিস্টেমে রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেক । নতুন এই FZ-S ABS নতুন ফিচার গুলোর মধ্যে দেখা যায় যে, এটি সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট সেট আপ মানে সামনের দিকের ব্রেকের সাথে যুক্ত করা হয়েছে । অতএব, আমাদের দেশে অপ্রীতিকর ব্রেকিং পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম । এছাড়াও ধুলো-বালি যুক্ত, ভেজা এবং অসমতল সারফেস এর উপর হওয়া আকস্মিক ব্রেকিং এ এটি ভাল ব্রেকিং অভিজ্ঞতা দিবে ।
Yamaha FZs V3 ABS Launching Event In Bangladesh
তাছাড়া, রেয়ার নন-এবিএস FZ-S সিরিজ রাইডিং বাইকারদের জন্য মজাদার করে তুলবে শুরু থেকেই। সুতরাং আপনি দেখতে পারেন আগের তুলনায় নতুন ইয়ামাহা এফজেড-এস ভি৩ আরও আপডেটেড । শহুরে, গ্রামীণ বা যেকোনো হাইওয়ে ভ্রমণই হোক না কেন, একটি নিরাপদ এবং স্থিতিশীল যাত্রার জন্য এটি সম্পূর্ণ উপযুক্ত ।
T
Published by Ashik Mahmud Bangla