Shares 2

ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Yamaha FZ-X এবং Yamaha AEROX 155cc

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। এসিআই মটরস হচ্ছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি ইয়ামাহা ও এসিআই মটরস তাদের ৭ম বর্ষপূর্তি পালন করেছে। 

ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Yamaha FZ-X এবং Yamaha AEROX 155cc

ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Yamaha FZ-X এবং Yamaha AEROX 155cc স্কুটার। তেজগাও এ অবস্থিত এসিআই সেন্টারে এক জাকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে ইয়ামাহা তাদের এই মডেল গুলো লঞ্চ করেছে। 

Yamaha FZ-X বাইকটি একটি নিও রেট্রো ডিজাইন মোটরসাইকেল। এই বাইকটি অনেকটা ক্রুজার সেগমেন্টের মোটরসাইকেলের মতই বলা যায়। তবে পুরোপুরি ক্রুজার নয়। তবে বাইকটি বেশ আকর্ষণীয়। 

এছাড়া ইয়ামাহা একটি স্কুটারও লঞ্চ করেছে আর সেই স্কুটারটি হচ্ছে Yamaha AEROX 155cc। যদিও স্কুটারটি বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে। তবে এবার ইয়ামাহা অফিশিয়ালি এই স্কুটারটি বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে। 

Yamaha FZ-X এবং Yamaha AEROX 155cc

নতুন Yamaha FZ-X অনেক নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। লুকস ও স্টাইলের দিকে সেভাবে পরিবর্তন নিয়ে আসা না হলেও বাইকটিতে বেশ নতুনত্ব নিয়ে আসা হয়েছে। বাইকটিতে দেয়া হয়েছে ১৪৯সিসি, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, SOHC, ২ ভাল্ব ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 12.20 BHP @ 7250 RPM এবং 13.30 NM @ 5500 RPM টর্ক উৎপন্ন করতে সক্ষম। 

এই ইভেন্টে এসি আই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস সহ এসিআই মটরস এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া YRC এর সদস্যরাও এই ইভেন্টে উপস্থিত ছিল। ইভেন্টে বাইক লঞ্চ করার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্তমানে Yamaha FZ-X এর দাম রাখা হয়েছে ৩০৫,০০০/- টাকা, কিন্তু প্রি-বুকিং এর আপনি পেয়ে যাবেন ৬,০০০/- টাকা ডিস্কাউন্ট। এবং স্কুটার Yamaha AEROX 155cc এর দাম রাখা হয়েছে ৫,৩০,০০০/- টাকা।

Yamaha FZ-X এবং Yamaha AEROX 155cc

বাইক এবং স্কুটার বর্তমানে প্রি-বুকিং নেয়া হচ্ছে। বাইকের জন্য প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ৩০,০০০/- টাকা এবং স্কুটারের প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ৫০,০০০/- টাকা। প্রি-বুকিং এর জন্য ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমে যোগাযোগ করুন। 

বাইকের সর্বশেষ দাম, বাইক কমিউনিটি সহ বাইকের সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla