Shares 2

ইয়ামাহা এক্সচেঞ্জ এবং স্পেশাল ডিস্কাউন্ট অফার ফেব্রুয়ারি ২০২৫

Last updated on 11-Feb-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর ভেতর অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য দারূণ এক অফার নিয়ে এসেছে। এই অফারটি হচ্ছে এক্সচেঞ্জ এবং স্পেশাল ডিস্কাউন্ট অফার। 

ইয়ামাহা এক্সচেঞ্জ এবং স্পেশাল ডিস্কাউন্ট অফার ফেব্রুয়ারি ২০২৫

ইয়ামাহা ফেব্রুয়ারি এক্সচেঞ্জ অফার ২০২৫

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এসিআই মোটরস নিয়ে এসেছে স্পেশাল ডিস্কাউন্ট সহ মোটরসাইকেল এক্সচেঞ্জ অফার। এই অফার যে কেউ তার পুরাতন মোটরসাইকেলটি ইয়ামাহা এর নতুন মোটরসাইকেল এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। 

এই অফারটি চলবে পরবর্তি কোন ঘোষনা না দেয়া পর্যন্ত। অফারটিতে আপনি আপনার পুরাতন মোটরসাইকেলটি ইয়ামাহা এর যেকোন মডেলের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এই এক্সচেঞ্জ এর সাথে থাকছে স্পেশাল ডিস্কাউন্ট। 

তবে এই অফারটি গ্রহণ করতে হলে আপনার কিছু নিয়ম ফলো করতে হবে। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক আপনি পেয়ে যাবেন ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া অফার পোস্টে। 

এরপর আপনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ইয়ামাহা মোটরসাইকেল অফিশিয়াল শোরুম এ গিয়ে আপনার বাইকটি এক্সচেঞ্জ করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল নিতে পারবেন। এছাড়া আপনার যেকোন মডেলের অথবা ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল এই এক্সচেঞ্জ অফারে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। 

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla