Shares 2
ইয়ামাহা মোটরসাইকেল এক্সচেঞ্জ অফার ডিসেম্বর ২০২৩
Last updated on 06-Jan-2025 , By Raihan Opu Bangla
ইয়ামাহা মোটরসাইকেল এক্সচেঞ্জ অফার ডিসেম্বর:
বছরের শেষ অফার নিয়ে বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা হাজির হয়েছে। তাদের এই অফারটি হচ্ছে ইয়ামাহা এক্সচেঞ্জ অফার ডিসেম্বর ২০২৩। ইয়ামাহা প্রেমীদের জন্য বছরের শেষ সুযোগ পুরাতন বাইকটিকে নতুন করে নেয়ার।
এসিআই মোটরসাইকেল লিমিটেড হচ্ছে বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল মোটরসাইকেল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি ইয়ামাহা প্রেমীদের জন্য তারা নিয়ে এসেছে “মোটরসাইকেল এক্সচেঞ্জ অফার ডিসেম্বর ২০২৩” অফার।
এই অফারে আপনি আপনার পুরাতন যেকোন মডেলের মোটরসাইকেল বদলে আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন। আপনার পুরাতন মোটরসাইকেল টি বদলে নতুন ইয়ামাহা মোটরসাইকেল নিতে চলে আসুন Yamaha Exchange Week-এ।
ঢাকাসহ সারা দেশব্যাপী ইয়ামাহার ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ অফারে থাকবে চলতি ক্যাশব্যাক অফারের সাথে এক্সচেঞ্জ স্পেশাল ক্যাশব্যাক। আগামী তারিখ ১৮-২৫ ডিসেম্বর ২০২৩ এ আপনার নিকটবর্তী ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ এর জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে।
ইয়ামাহা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজের এক্সচেঞ্জ অফার পোস্টে আপনি ফর্মটির লিংক পেয়ে যাবেন। ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ ইয়ামাহা ডিলার পয়েন্টে গিয়ে বিস্তারিত ভাবে জেনে আপনার বাইকটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন।
এছাড়া ইয়ামাহা এর সকল মোটরসাইকেল সম্পর্কে জানতে ও ক্রয় করার জন্য ইয়ামাহা এর অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla