Shares 2
ইয়াবার তাণ্ডব - বাইক গ্রুপ ট্যুরের আড়ালে ইয়াবা পাচারকারী
Last updated on 03-Aug-2024 , By Ashik Mahmud Bangla
বাইকে ট্যুরের নামে চার ইয়াবা পাচারকারী কে আটক করলো পুলিশ। বাইকাররা অনেকেই বিভিন্ন গ্রুপের সাথে ট্যুরে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা সেই ক্লাবটা সম্পর্কে আগে থেকে খুব বেশি খোজ খবর নেয় না। আর আমরা সবাই জানি বাইকিং গ্রুপ সাথে ট্যুরে যাওয়া অনেক নিরাপদ। এই সুযোগকে কাজে লাগালো কিছু ইয়াবা পাচারকারী।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফফরাবাদ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা আনতে ‘মোটরসাইকেল গ্রুপ’ নিয়ে লং ড্রাইভের আড়ালে ইয়াবা পরিবহন করত তারা।
ইয়াবার তাণ্ডব - বাইক গ্রুপ ট্যুরের আড়ালে ইয়াবা পাচারকারী
৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ছোটপুল জেলা পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, পটিয়ার মুজাফফরাবাদ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসছিল। তাদের কাছ থেকে এক হাজার ২শ ব্রিটিশ পাউন্ড ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, আমাদের কাছে সংবাদ ছিল কক্সবাজার থেকে ইয়াবা আসছে। পটিয়ার দুইটি স্থানে চেকপোস্ট করা হয়। তিনটি মোটরসাইকেল করে তারা এসব ইয়াবা নিয়ে আসছিল।
একটি মোটরসাইকেল সামনে ছিল যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখলে অপর দুইটি মোটরসাইকেলকে সতর্ক করতে পারে। কিন্তু কৌশলে আমরা তাদের গ্রেপ্তার করি। তিনি জানান, গ্রেপ্তার মোজাম্মেল হক, মো. নুর নবী ও হাসমত কবির শাকিলের ব্যাগ তল্লাশি করে ৩৬ হাজার পিস ও জাহেদুল ইসলাম রাতুলের পকেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। মোহাম্মদ জাহাঙ্গীর আরো জানান, আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেল গ্যাং হিসেবে লং ড্রাইভে যেত। এর আগেও তারা একই কায়দায় ইয়াবা নিয়ে এসেছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন, নোয়াখালী জেলার মো. মোজাম্মেল হক (৩০), মো. নুরন্নবী (২৪), মো. হাসমত কবির শাকিল (২১) ও জাহেদুল ইসলাম রাতুল (২২)। বিভিন্ন গ্রুপের যারা এডমিন আছেন তারা ইয়াবা পাচারকারী থেকে সাবধান হউন। অপরিচিত কাউকে ট্যুরে নেয়ার আগে তার সর্ম্পকে ভালোভাবে জেনে নিন। আর যে সব বাইকার ভায়েরা বিভিন্ন গ্রুপের সাথে ট্যুরে যান তারা আগে গ্রুপটা সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
তথ্য সূত্রঃ কালের কণ্ঠ, Ctg Biker Club - CBC
T
Published by Ashik Mahmud Bangla