Shares 2
আকিজ ইলেকট্রিক বাইক এর দাম , ব্যাটারি ব্যাকাপ এবং বিস্তারিত
Last updated on 06-Jan-2025 , By Ashik Mahmud Bangla
Akij Motors - Komlapur in Dhaka, Bangladeshআকিজ ইলেকট্রিক বাইক আমাদের দেশে অনেকের কাছেই বেশ পরিচিত একটা নাম। যদিও বর্তমান সময়ে আমরা ইলেকট্রিক বাইক নিয়ে খুব বেশি আগ্রহী না , তবে একটা সময় গিয়ে ইলেকট্রিক বাইক আমাদের দেশেও বহির্বিশ্ব এর মতো বেশ জনপ্রিয় হয়ে উঠবে। আকিজ ইলেকট্রিক বাইক দাম , ব্যাটারি ব্যাকাপ এবং এই বাইকগুলোতে কি কি আছে এই নিজে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
Also Read: Akij Motors - Komlapur in Dhaka, Bangladesh
আকিজ ইলেকট্রিক বাইক ( Akij Electric Bike )
Also Read: Luyuan FB 02 Price In Bangladesh
১- Akij Durdanto
Akij Durdanto ইলেকট্রিক বাইকটি দেখতে স্পোর্টস বাইকের মতোন , বাইকটিতে ব্যবহার করা হয়েছে 2500W Motor । আকিজের এই ইলেকট্রিক বাইকটির আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: Akij bike price in Bangladesh
২- Akij Durjoy
Akij Durjoy হচ্ছে ইলেকট্রিক স্কুটার , এই স্কুটারে ব্যবহার করা হয়েছে 1000 W Motor । আকিজের এই ইলেকট্রিক স্কুটার এর আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: Komaki Xone Price in BD - BikeBD
৩- Akij Ponkhiraj
Akij Ponkhiraj হচ্ছে ইলেকট্রিক স্কুটার , এই স্কুটারে ব্যবহার করা হয়েছে 800W Motor । আকিজের এই ইলেকট্রিক স্কুটার এর আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে জানতে এই লিংকে প্রবেশ করুন।
৪- Akij Samrat
Akij Samrat ইলেকট্রিক বাইকটি দেখতে কমিউটার বাইকের মতোন , বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1500W Motor । আকিজের এই ইলেকট্রিক বাইকটির আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
৫- Akij Sathi
Akij Sathi হচ্ছে ইলেকট্রিক স্কুটার , মজার ব্যাপার হচ্ছে এটি ৩ চাকার স্কুটার। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে 500 W Motor । আকিজের এই ইলেকট্রিক স্কুটার এর আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: SVITCH XE + Price In Bangladesh
৬- Akij Eagle
Akij Eagle হচ্ছে ইলেকট্রিক স্কুটার , এই স্কুটারে ব্যবহার করা হয়েছে 350W Motor । আকিজের এই ইলেকট্রিক স্কুটার এর আপডেট বাজার মূল্য এবং বিস্তারিত জানতে জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: Akij Bike Showroom in Dhanmondi: Akij Motors (Dhaka)
ইলেকট্রিক বাইক সম্পর্কে আপনাদের কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন , আমরা চেষ্টা করবো পরবর্তী আর্টিকেলের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সব সময় চেষ্টা করুন নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাতে এবং বাইক চালানোর সময় অবশ্যই বাইকের লুকিং গ্লাসের দিকে নজর রাখুন।
T
Published by Ashik Mahmud Bangla