Shares 2

অনলাইনে মোটরসাইকেল ইন্সুরেন্স । ঘরে বসে ইন্সুরেন্স করুন

Last updated on 27-Jul-2024 , By Raihan Opu Bangla

বর্তমান সময়ে আমরা সবাই অনলাইনের দিকে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি, এর ফলে আমরা কঠিণ কাজগুলো খুব অল্প সময়ে করতে পারি। আজ আমরা অনলাইনে মোটরসাইকেল ইন্সুরেন্স কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথম বারের মত বাংলাদেশে নিটল ইনসুরেন্স দিচ্ছে অনলাইনে মোটরসাইকেল ইনসুরেন্সের সুবিধা। আপনি খুব সহজেই অনলাইনে ইন্সুরেন্স করতে পারেন। 

অনলাইনে মোটরসাইকেল ইন্সুরেন্স

অনলাইনে মোটরসাইকেল ইন্সুরেন্স করার পদ্ধতিঃ

অনলাইন ইন্সুরেন্স ফরম

  • মোটরসাইকেলের সম্পূর্ন বিবরন দিতে হবে
  • তারপর পেমেন্ট মেথড সিলেক্ট করুন বিকাশ, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিড কার্ড ইত্যাদি

বিকাশ

  • তারা আপনাকে একটি কনফারমেশন মেসেজ পাঠাবে এবং আপনার ইমেইলে একটি কপি পাঠিয়ে দেয়া হবে

অনলাইন ইন্সুরেন্স কপি

  • আর তিন কর্ম দিবসের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে ইনসুরেন্সের কপি পৌছে যাবে।

আপনি যদি চান তাহলে Nitol Insurance অ্যাপ ডাউনলোড ডাউনলোড করে এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ

  •  প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে নিটোল ইন্সিউরেন্স (Nitol Insurance) অ্যাপ ডাউনলোড করবেন।
  • অ্যাপ ওপেন হলে সেখান থেকে Bike Insurance অপশন সিলেক্ট Plan Name - Act Liability, Vehicle Type - Motor Cycle, Capacity CC ( আপনার বাইকের সিসি), Insurance Date (যেদিন আবেদন করবেন তার ৪/৫ দিন পরের তারিখ দিতে পারেন তাহলে মাঝের কয়েকদিন নষ্ট হবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত), Passenger - 1 সিলেক্ট করে Continue দিবেন।
  • এখানে আপনার যাবতীয় সব তথ্য সঠিকভাবে দিয়ে আবারো Continue দিবেন।
  • এখন আপনার পেমেন্ট অপশন সিলেক্ট করতে বলবে। চাইলে এখানেও বিকাশ সিলেক্ট করতে পারেন অথবা অন্যান্য অনেক অপশন আছে। সেখান থেকেও দিতে পারেন। অপশন সিলেক্ট করে Pay তে ক্লিক করলেই আপনার পেমেন্ট হবে।
  • ওরা আপনার কাছ থেকে ৭ দিনের সময় চেয়ে নেয়, কিন্তু ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনার মোটরসাইকেল ইন্সুরেন্স আপনার ঠিকানায় পৌছে দেয়।

নিটল অনলাইন ইন্সুরেন্স

Motorcycle Insurance – ইন্সুরেন্স থাকার সুবিধা কি?

আমরা অনেকেই এই চিন্তা করি যে মোটরসাইকেলের ইন্সুরেন্স শুধু মামলার হাত থেকে আমাদের বাচায়, এর চাইতে বেশি এটি কোন কাজেই আসে না। কিন্তু আপনার এই ধারনা সম্পূর্ন ভুল। কারন ইন্সুরেন্সের অনেক সুবিধা আছে। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেয়া যায়।

  • “Workmen’s compensation act 1923 & Fatal accident act 1855” সহ অন্যান্য সাধারণ আইনানুযায়ী বীমাকারীর অধীনস্ত ব্যক্তিকে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। যিনি মোটরসাইকেলের দেখাশোনা বা পরিচর্যার সাথে কোনভাবে যুক্ত আছে।
  • কর্মরত ড্রাইভার ব্যতীত বীমাকারী বা অন্য কোন পরিচিত প্যাসেঞ্জারকে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। যাদের বয়স ১৬ থেকে ৬৫ বছরের মধ্যে এর মধ্যে হতে হবে।
  • বীমাকারী ও কর্মরত ড্রাইভার ব্যতীত দ্বিতীয় কোন অপরিচিত প্যাসেঞ্জারকে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদান, যাদের বয়স ১৬ থেকে ৬৫ বছরের মধ্যে

এভাবে আপনি অনলাইনে মোটরসাইকেল ইন্সুরেন্স করে নিতে পারবেন। এর ফলে আপনার সময় ও বেঁচে যাবে আর কষ্টও কম হবে।

তথ্য সূত্রঃ নূর হাসান নাঈম

Published by Raihan Opu Bangla